টি-টোয়েন্টি বিশ্বকাপ
প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে যাওয়া উগান্ডাকে নেতৃত্ব দেবেন ব্রায়ান মাসাবা।
Published : 06 May 2024, 07:10 PM
উগান্ডার প্রথম বিশ্বকাপে অংশ হচ্ছেন ফ্রাঙ্ক সুবুগাও। ৪৩ বছর বয়সী এই অফ স্পিনিং অলরাউন্ডারকে নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল দিয়েছে আফ্রিকার দেশটি।
ছেলেদের ক্রিকেটের যেকোনো সংস্করণের বিশ্বকাপে এবারই প্রথম দেখা যাবে উগান্ডাকে। আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে টেস্ট খেলুড়ে জিম্বাবুয়ের মতো দলকে পেছনে ফেলে মূল পর্বের টিকেট পায় তারা।
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে আগামী জুনে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে উগান্ডাকে নেতৃত্ব দেবেন যথারীতি ব্রায়ান মাসাবা। সোমবার ঘোষিত ১৫ সদস্যের দলে বড় চমক অবশ্যই সুবুগা।
১৯৯৭ সালে আইসিসি ট্রফিতে পূর্ব ও মধ্য আফ্রিকার হয়ে খেলা সুবুগা উগান্ডার হয়ে এখন পর্যন্ত খেলেছেন ৫৪টি টি-টোয়েন্টি। ২১ ইনিংসে তার রান ১৫৮। ৫৩ ইনিংসে উইকেট ৫৫টি। সেরা বোলিং ৯ রানে ৩ উইকেট। দেশের হয়ে তিনি সবশেষ আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন ২০২৩ সালের ডিসেম্বরে।
আগামী অগাস্টে ৪৪ বছর বয়সে পা দিতে যাওয়া সুবুগা হতে যাচ্ছেন এবারের বিশ্বকাপের সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার।
সবচেয়ে বেশি বয়সে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার রেকর্ড হংকংয়ের রায়ান ক্যাম্বেলের। ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত আসরে নিজের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে যখন তিনি খেলতে নামেন, তার বয়স ছিল ৪৪ বছর ৯৮ দিন।
আগামী ৪ জুন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে উগান্ডা। ‘সি’ গ্রুপে তাদের অন্য তিন প্রতিপক্ষ নিউ জিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাপুয়া নিউ গিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের উগান্ডা দল: ব্রায়ান মাসাবা (অধিনায়ক), রিয়াজাত আলি শাহ (সহ-অধিনায়ক), দিনেশ নাকরানি, ফ্রাঙ্ক সুবুগা, রোনাক প্যাটেল, রজার মুকাসা, কসমাস কিয়ুটা, বিলাল হাসান, ফ্রেড আচেলাম, রবিনসন ওবুইয়া, সাইমন সেসাজি, হেনরি সেনিয়োন্ডো, আলপেশ রামজানি, জুমা মিয়াজি
সফরসঙ্গী রিজার্ভ: রোনাল্ড লুতায়া, ইনোসেন্ট ওয়েবাজে