পূর্বাঞ্চলের বিপক্ষে প্রথম দিন শেষে মধ্যাঞ্চলের সংগ্রহ ৯ উইকেটে ২৬৬ রান।
Published : 11 Dec 2023, 06:04 PM
জাতীয় লিগের শেষ দুই রাউন্ডে শতকের পর বিসিএলের প্রথম ম্যাচে মুদ্রার উল্টো পিঠ দেখতে হয় মাহিদুল ইসলামকে। আউট হয়ে যান শূন্য রানে। সেই হতাশা পেছনে ফেলে আবার রানের দেখা পেয়েছেন তরুণ এই ব্যাটসম্যান। তার ফিফটিতে আড়াইশ ছাড়িয়েছে মধ্যাঞ্চলের সংগ্রহ।
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডে প্রথম দিন শেষে ৭৭ রানে অপরাজিত আছেন মাহিদুল। এই কিপার-ব্যাটসম্যানের ১৬৪ বলের ইনিংস গড়া ১০টি চারে।
পূর্বাঞ্চলের বিপক্ষে দিন শেষে মধ্যাঞ্চলের রান ৯ উইকেটে ২৬৬।
৬১ রানে ৪ উইকেট নিয়ে দিনের সফলতম বোলার পূর্বাঞ্চলের অফ স্পিনার নাঈম আহমেদ। পেসার সৈয়দ খালেদ আহমেদের শিকার ৫৭ রানে ৩টি।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ঘাসের ছোঁয়া থাকা উইকেটে সোমবার টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি মধ্যাঞ্চলের। ৩৯ রানের মধ্যে বিদায় নেন রনি তালুকদার ও মোহাম্মদ নাঈম শেখ। দুজনের কেউ দুই অঙ্কে যেতে পারেননি।
থিতু হয়ে ইনিংস টেনে নিতে পারেননি সাদমান ইসলাম (৮৮ বলে ৪৩) ও সাইফ হাসান (৬৯ বলে ৩৪)। দুজনই নাঈমের শিকার। ১০৪ রানে ৪ উইকেট হারানোর পর ৬৯ রানের জুটি গড়েন নাঈম ইসলাম ও মাহিদুল।
৭৭ বলে ২৭ রান করা নাঈমকে ফিরিয়ে তৃতীয় শিকার ধরেন নাঈম আহমেদ। তাইবুর রহমান ও শুভাগত হোম থামেন ত্রিশের আগে। এরপর দলকে একাই টানেন মাহিদুল। পঞ্চাশ স্পর্শ করেন তিনি ১১৪ বলে।
দিনের শেষ দিকে ৭ রানের মধ্যে ৩ উইকেট হারায় মধ্যাঞ্চল।
সংক্ষিপ্ত স্কোর:
মধ্যাঞ্চল ১ম ইনিংস: ৮৫.৪ ওভারে ২৬৬/৯ (সাদমান ৪৩, রনি ৮, নাঈম ৬, সাইফ ৩৪, নাঈম ইসলাম ২৭, মাহিদুল ৭৭*, তাইবুর ২৮, শুভাগত ২৩, আবু হায়দার ০, নাজমুল ১, রিপন ০*; আবু জায়েদ ১৩-১-৫৭-১, খালেদ ১৯-২-৫৭-৩, নাসুম ৩২-৮-৮৩-১, নাঈম আহমেদ ২১.৪-৩-৬১-৪)
স্পিনারদের দাপটে ২১৯ রানে শেষ উত্তরাঞ্চল
আরেক ম্যাচে সিলেটে দক্ষিণাঞ্চলের স্পিনারদের দারুণ বোলিংয়ে প্রথম দিনে গুটিয়ে গেছে উত্তরাঞ্চল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উত্তরাঞ্চল অল আউট হয়েছে ২১৯ রানে। দিন শেষে দক্ষিণাঞ্চলের সংগ্রহ বিনা উইকেটে ১৯ রান।
উত্তরাঞ্চলের হয়ে পঞ্চাশ ছুঁতে পারেন কেবল একজন। আটে নেমে ৮৬ বলে ৫১ রান করেন নাহিদুল ইসলাম। ৭৩ বলে ৪৭ রান করেন আবদুল্লাহ আল মামুন।
৬৩ রানে ৪ উইকেট নিয়ে দক্ষিণাঞ্চলের সফলতম বোলার অফ স্পিনার শেখ মেহেদি হাসান। আরেক অফ স্পিনার মইন খান ও লেগ স্পিনার তানবীর হায়দারের প্রাপ্তি ২টি করে উইকেট।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ২২ রানে সাব্বির হোসেনকে হারায় উত্তরাঞ্চল। একটা পর্যায়ে অবশ্য ২ উইকেটে ৯৪ রানের শক্ত ভিতে ছিল তারা। এরপর আবদুল্লাহর বিদায়ে পথ হারিয়ে বসে দলটি।
ইনিংসের একমাত্র পঞ্চাশ ছোঁয়া জুটি (১২৬ বলে ৫০) আসে আমিনুল ইসলাম বিপ্লব ও নাহিদুলের ব্যাটে। ফিফটি করে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন নাহিদুল।
জবাবে প্রথম দিনে ১৩ ওভার ব্যাটিংয়ের সুযোগ পেয়ে উইকেটে পড়ে থাকেন প্রান্তিক নওরোজ নাবিল (৪১ বলে ৬*) ও পিনাক ঘোষ (৩৭ বলে ৮*)।
সংক্ষিপ্ত স্কোর:
উত্তরাঞ্চল ১ম ইনিংস: ৭৪.৩ ওভারে ২১৯ (আইচ ২৩, সাব্বির ১৫, আবদুল্লাহ ৪৭, প্রিতম ১২, আকবর ৩০, সাব্বির ১০, আমিনুল ২৩, নাহিদুল ৫১, মুরাদ ০, ইয়াসিন ০, এনামুল ০*; আল আমিন ১০-১-২৩-০, সুমন ১৬-২-৪৭-১, কামরুল ১৩-৫-৩০-১, মেহেদি ১৯-৩-৬৩-৪, মইন ৮-২-২৫-২, তানবীর ৭.৩-২-২৪-২, ফজলে মাহমুদ ১-০-২-০)
দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ১৩ ওভারে ১৯/০ (প্রান্তিক ৬*, পিনাক ৮*; নাহিদুল ৬-২-৬-০, ইয়াসিন ৪-১-৩-০, এনামুল ২-১-৫-০, মুরাদ ১-১-০-০-)