বিপিএলে বদলে গেল ঢাকার মালিকানা

যথা সময়ে ফ্র্যাঞ্চাইজি ফি দিতে না পারায় মালিকানা হারিয়েছে প্রগতি গ্রীন অটো রাইস মিলস।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2022, 03:24 PM
Updated : 15 Nov 2022, 03:24 PM

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিপিএল) নতুন আসর মাঠে গড়াতে বাকি আর দুই মাসেরও কম। এমন সময়ে বদলে গেল ঢাকার মালিকানা।

বিসিবির পক্ষ থেকে মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যথাসময়ে আর্থিক বিষয়াদি মিটমাট করতে না পারায় মালিকানা হারিয়েছে প্রগতি গ্রীন অটো রাইস মিলস।

তাদের জায়গায় আগামী তিন বছরের জন্য ঢাকার মালিকানা দেওয়া হয়েছে রুপা ফেব্রিকসকে। 

বিপিএলের মালিকানা কিনতে আগ্রহী যে ১১ প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত তালিকা করেছিল বিসিবি, সেখানে ছিল রুপা ফেব্রিকস। প্রগতি গ্রীন যথাসময়ে ফ্র্যাঞ্চাইজি ফি দিতে ব্যর্থ হওয়ায় তাদের বদলে রুপা ফেব্রিসকে বেছে নিল বিসিবি।

টুর্নামেন্টের গত আসরে ঢাকার মালিকানা পেতে চেয়েছিল রুপা ফেব্রিকস ও মার্ন স্টিল লিমিটেড। কিন্তু প্লেয়ার্স ড্রাফটের আগে আর্থিক জটিলতার কারণে তাদের বাদ দেওয়া হয়। পরে মিনিস্টার গ্রুপকে দেওয়া হয় ঢাকার ফ্র্যাঞ্চাইজি।

আগামী বছরের ৫ জানুয়ারি শুরু হবে বিপিএলের নবম আসর। সে লক্ষ্যে ২৩ নভেম্বর বিসিবির প্লেয়ার্স ড্রাফট করার ভাবনা আছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানায়নি তারা।