আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে তো বটেই, ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেলেন বাংলাদেশ অধিনায়ক।
Published : 11 Nov 2024, 03:05 PM
“এখন ভালো অনুভব করছি, তবে কিছুটা (সমস্যা) রয়ে গেছে”, গত ম্যাচের পর বলেছিলেন নাজমুল হোসেন শান্ত। সেই ‘কিছুটা’ শেষ পর্যন্ত বড় হয়েই দেখা দিল। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে তো বটেই, ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজেও খেলতে পারবেন না বাংলাদেশ অধিনায়ক।
শারজাহতে সোমবার আফগানদের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ক্যারিয়ারের শততম ওয়ানডেতে দেশকে প্রথমবার নেতৃত্ব দেবেন এই অলরাউন্ডার। টেস্ট দলের সহ-অধিনায়কও তিনিই। সব ঠিক থাকলে নিজের ৫০তম টেস্টে দেশের হয়ে টেস্ট অধিনায়কত্বেও অভিষেক হবে ২৭ বছর বয়সী ক্রিকেটারের।
আফগানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৭৬ রানের ইনিংস খেলে ম্যাচ-সেরা হন শান্ত। তবে সেই ম্যাচেই ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে টান লেগে মাঠ ছেড়ে যান তিনি। সেই চোটই তাকে মাঠের বাইরে রাখছে আরও অনেকটা সময়।
এই সিরিজের প্রথম ম্যাচে আঙুলে চোট পেয়ে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে থাকবেন না অভিজ্ঞ এই ব্যাটসম্যানও। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ সিরিজটির আগে আফগানদের বিপক্ষে ছোট্ট এই ওয়ানডে সিরিজটিতে তাই বড় খেসারতই দিতে হচ্ছে বাংলাদেশ দলকে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ডের বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীস চৌধুরি জানান, শারজাহ থেকে দেশে ফিরে আপাতত পুনবার্সন চলবে শান্তর।
“শারজাহতে গতকাল এমআরআই করানো হয় শান্তর। দলের ফিজিওর রিপোর্ট ও স্ক্যান রিপোর্ট আমরা পেয়েছি। সেখানে নিশ্চিত করা হয়েছে তার বাঁ কুঁচকিতে গ্রেড-২ স্ট্রেইন। কিছু সময়ের বিশ্রাম ও পুনবার্সন প্রয়োজন তার। আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজেও তাকে পাওয়া যাবে না।”
“দুই সপ্তাহ পর আমরা তার অবস্থা পর্যালোচনা করে দেখব। পুনবার্সন চালিয়ে নেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরে আসবে সে।”
আফগানদের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে শান্তকে না পাওয়া দলের জন্য বড় ধাক্কা। সবশেষ ১০ ওয়ানডেতে একটি সেঞ্চুরি, একটি ৯০, দুটি ফিফটির পাশাপাশি আরও তিনটি ইনিংসে ৪০ ছোঁয়া ইনিংস তিনি খেলেছেন। পাশাপাশি তার নেতৃত্ব তো আছেই।
ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের টেস্ট সিরিজ শুরু আগামী ২২ নভেম্বর অ্যান্টিগায়। পরের টেস্ট জ্যামাইকায় ৩০ নভেম্বর থেকে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু আগামী ৮ ডিসেম্বর। ফিট হয়ে উঠতে তাই চার সপ্তাহ সময় পাচ্ছেন শান্ত, এই ধরনের চোটের ক্ষেত্রে যা যথেষ্ট হওয়ার কথা।
শান্তর অনুপস্থিতিই বড় সুযোগ ও রোমাঞ্চকর সময় বয়ে আনছে মিরাজের জন্য। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই দেশের ভবিষ্যৎ অধিনায়ক ভাবা হচ্ছে তাকে, দুটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন।
অবশেষে ভারপ্রাপ্ত হিসেবে হলেও আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্বের স্বাদ পেতে যাচ্ছেন ২৭ বছর বয়সী অলরাউন্ডার।