দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন জোনাথান ট্রট।
Published : 29 Jul 2024, 09:54 PM
আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের হয়ে সাফল্যময় সময়ের মাঝেই নতুন দায়িত্ব নিলেন জোনাথান ট্রট। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে প্রিটোরিয়া ক্যাপিট্যালসের নতুন প্রধান কোচ হলেন ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান।
সামাজিক মাধ্যম এক্সে সোমবার এক ভিডিওবার্তায় আনুষ্ঠানিকভাবে ট্রটকে দায়িত্ব দেওয়ার ঘোষণা দিয়েছে প্রিটোরিয়া ফ্র্যাঞ্চাইজি।
এসএটোয়েন্টির সবশেষ আসরে ব্যর্থতার পর গত মাসে প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেন গ্রাহাম ফোর্ড। তার জায়গায় দায়িত্ব নেবেন ট্রট।
তবে এখনও আফগানিস্তানের প্রধান কোচ হিসেবে দায়িত্বরত আছেন ৪৩ বছর বয়সী সাবেক ইংলিশ ব্যাটসম্যান। চলতি বছরের শেষ পর্যন্ত রয়েছে তার বর্তমান চুক্তির মেয়াদ। নতুন দলে দায়িত্ব নেওয়ার পর আফগানিস্তানের কোচের পদে তিনি থাকবেন কিনা, সেটি এখনও নিশ্চিত নয়।
দুটি দলের দায়িত্ব অবশ্য সাংঘর্ষিক হবে না। ২০২৫ সালের জানুয়ারিতে হবে এসএটোয়েন্টির পরবর্তী আসর। আফগানিস্তানের হয়ে দায়িত্ব শেষ করার পরই দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে কাজ শুরু করতে পারবেন তিনি।
রিকি পন্টিংয়ের সঙ্গে সাত বছরের সম্পর্কের বিচ্ছেদের পরই একরকম পুনর্গঠনের মধ্য দিয়ে চলছে ক্যাপিট্যালস ফ্র্যাঞ্চাইজি। পন্টিংয়ের কোচিংয়ে এসএটোয়েন্টির প্রথম আসরে রানার্স-আপ হয় প্রিটোরিয়া। ফোর্ড দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয় আসরে মাত্র ৩ ম্যাচ জিতে পঞ্চম হয় তারা।
ট্রটের কোচিংয়ে আফগানিস্তান কাটাচ্ছে দারুণ সময়। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অল্পের জন্য সেমি-ফাইনালে উঠতে পারেনি তারা। তবে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউ জিল্যান্ড, অস্ট্রেলিয়াকে টপকে ঠিকই সেরা চারে নাম লেখায় তারা।