বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ
টেম্বা বাভুমার অনুপস্থিতিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে অধিনায়কত্ব করবেন এইডেন মার্করাম।
Published : 11 Oct 2024, 04:20 PM
টেস্ট সিরিজ শুরুর আগে আরেকটি দুঃসংবাদ পেল দক্ষিণ আফ্রিকা। বাম হাতের চোটে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারবেন না টেম্বা বাভুমা। তার বদলি হিসেবে দলে ডাক পেলেন ডেওয়াল্ড ব্রেভিস। আর সিরিজ থেকে ছিটকে যাওয়া নান্দ্রে বার্গারের জায়গায় আসবেন লুঙ্গি এনগিডি।
আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেও দলের সঙ্গে আগামী বুধবার ঢাকা আসবেন বাভুমা। বাংলাদেশেই চলবে দ্বিতীয় টেস্টের আগে তার সেরে ওঠার পুনর্বাসন প্রক্রিয়া।
গত শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে চলাকালে কনুইয়ের ওপরের দিকে চোট পান বাভুমা। পরে রোববার শেষ ম্যাচে খেলা হয়নি তার। তখনই বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে প্রোটিয়া অধিনায়কের খেলা নিয়ে শঙ্কা জাগে।
বাভুমার অনুপস্থিতিতে আগামী ২১ অক্টোবর শুরু হতে যাওয়া মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম।
সিএসএ'র সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাভুমার 'কভার' হিসেবে প্রথম ম্যাচের দলে নেওয়া হয়েছে ব্রেভিসকে। এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে শুধু দুটি টি-টোয়েন্টি খেলেছেন ২১ বছর বয়সী ব্যাটসম্যান। এছাড়া ১২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার।
আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজে তিনটি ম্যাচই খেলেন এনগিডি। বার্গার চোটে পড়ায় এখন কাগিসো রাবাদা, ড্যান প্যাটারসন ও ভিয়ান মুল্ডারে সাজানো পেস বিভাগে যোগ দেবেন ২৮ বছর বয়সী পেসার।
দক্ষিণ আফ্রিকার পরিবর্তিত স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক, দ্বিতীয় টেস্ট), ডেভিড বেডিংহ্যাম, ম্যাথু ব্রিটস্কি, ডেওয়াল্ড ব্রেভিস, টোনি ডি জোর্জি, কেশাভ মহারাজ, এইডেন মার্করাম (অধিনায়ক, প্রথম টেস্ট), ভিয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, ডেন প্যাটারসন, লুঙ্গি এনগিডি, ডেন পিট, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনা।