ত্রিদেশীয় সিরিজ
পাকিস্তানের একাদশ ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ছয় হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বাবর আজম।
Published : 14 Feb 2025, 04:04 PM
পেসার জ্যাকব ডাফির অফ স্টাম্পের বাইরের বল কাভার ও পয়েন্টের মাঝামাঝি দিয়ে বাউন্ডারিতে পাঠালেন বাবর আজম। এই চারে পাকিস্তানের তারকা স্পর্শ করলেন দারুণ এক মাইলফলক, নাম লেখালেন রেকর্ড বইয়ে।
ওয়ানডেতে দ্রুততম ছয় হাজার রানের রেকর্ড ছুঁয়েছেন বাবর। এখানে দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান হাশিম আমলার পাশে বসেছেন তিনি। দুজনেরই লেগেছে ১২৩ ইনিংস করে।
বাবরের সামনে সুযোগ ছিল এককভাবে রেকর্ডটি গড়ার। নিজ দেশে ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি আউউ হয়ে যান মাইলফলক থেকে ১০ রান দূরে থাকতে। সেই দূরত্ব ঘুচে যায় শুক্রবার ফাইনালে নিউ জিল্যান্ডের বিপক্ষে ইনিংসের সপ্তম ওভারে।
দ্রুততম পাঁচ হাজার রানের রেকর্ড অবশ্য বাবরের একার। আমলাকে (১০১ ইনিংস) পেছনে ফেলেই ২০২৩ সালে রেকর্ডটি গড়েন তিনি (৯৭ ইনিংস)।
পাকিস্তানের একাদশ ক্রিকেটার হিসেবে এই সংস্করণে ছয় হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন ৩০ বছর বয়সী বাবর।