পাকিস্তান-ইংল্যান্ড সিরিজ
পাকিস্তানকে হারাতে লেগ স্পিনার, অফ স্পিনার ও বাঁ হাতি স্পিনারের বৈচিত্রময় স্পিন আক্রমণ সাজিয়েছে ইংলিশরা।
Published : 22 Oct 2024, 08:54 PM
মুলতানে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের স্পিনে নাস্তানাবুদ হওয়ার পর তৃতীয় টেস্টে নিজেদের স্পিন বিভাগে শক্তি বাড়িয়েছে ইংল্যান্ড। তিন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে তারা। ডাক পেয়েছেন লেগ স্পিনার রেহান আহমেদ।
আগামী বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। দুই দিন আগেই একাদশ জানিয়ে দিয়েছে সফরকারীরা।
দ্বিতীয় টেস্টের একাদশ থেকে পরিবর্তন এসেছে দুটি। রেহানের পাশাপাশি ফিরেছেন পেসার গাস অ্যাটকিনসন। বিশ্রাম দেওয়া হয়েছে দুই পেসার ব্রাইডন কার্স ও ম্যাথু পটসকে।
এই বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে ভারতে তিনটি টেস্ট খেলেন রেহান। তারপর থেকে কোনো সংস্করণেই আর ইংল্যান্ডের হয়ে খেলেননি তিনি। তবে রাওয়ালপিন্ডি টেস্টে তার স্পিন কাজে লাগবে বলে বিশ্বাস ইংল্যান্ডের।
২০২২ সালে রেহানের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় পাকিস্তান সফরেই। অভিষেকে করাচিতে তৃতীয় টেস্টে দ্বিতীয় ইনিংসে ৪৮ রানে ৫টিসহ ম্যাচে তিনি নেন ৭ উইকেট, ইংল্যান্ড সিরিজ জিতে নেয় ৩-০ ব্যবধানে। সব মিলিয়ে এখন পর্যন্ত ৪ টেস্টে ২০ বছর বয়সী স্পিনারের শিকার ১৮ উইকেট।
অ্যাটকিনসন এবার মুলতানে প্রথম টেস্টে ৪ উইকেট নিয়ে দলের ইনিংস ব্যবধানে জয়ে রাখেন অবদান। একই মাঠে দ্বিতীয় টেস্টে বাইরে রাখা হয় তাকে। ওই ম্যাচে ইংল্যান্ড হারে ১৫২ রানে, দুই ইনিংস মিলিয়ে তাদের ২০ উইকেটের সবকটি ভাগ করে নেন অফ স্পিনার সাজিদ খান ও বাঁহাতি স্পিনার নোমান আলি। ১৯৭২ সালের পর প্রথমবার কোনো টেস্টে প্রতিপক্ষের ২০ উইকেটের সবকটি নেন দুই বোলার মিলে।
রাওয়ালপিন্ডি টেস্টে ইংল্যান্ডের একাদশে বিশেষজ্ঞ পেসার কেবল অ্যাটকিনসনই। তার সঙ্গে থাকছেন পেস বোলিং অলরাউন্ডার বেন স্টোকস।
বিশেষজ্ঞ স্পিনার হিসেবে বাঁহাতি জ্যাক লিচ ও অফ স্পিনার শোয়েব বাশিরের সঙ্গী রেহান। প্রয়োজনে স্পিনে হাত ঘোরাতে দেখা যাবে জো রুটকেও।
তৃতীয় টেস্টের ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), গাস অ্যাটকিনসন, রেহান আহমেদ, জ্যাক লিচ, শোয়েব বাশির