চট্টগ্রামে রোমাঞ্চকর শেষের অপেক্ষা

জয়ের জন্য শেষ দিনে সিলেটের দরকার ১৭১ রান, ঢাকার চাই ৬ উইকেট।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2023, 02:51 PM
Updated : 11 Nov 2023, 02:51 PM

দারুণ জমে উঠেছে ঢাকা বিভাগ ও সিলেট বিভাগের লড়াই। শেষ দিনে জিততে পারে যে কোনো দল।

জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে ২১০ রানের লক্ষ্য তাড়ায় তৃতীয় দিন শেষে সিলেটের সংগ্রহ ৪ উইকেটে ৩৯ রান।

প্রথম স্তরের এই ম্যাচে জয়ের জন্য শেষ দিন আরও ১৭১ রান করতে হবে সিলেটের, ঢাকার চাই ৬ উইকেট।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দ্বিতীয় দিনের ৭ উইকেটে ১৭২ রান নিয়ে শনিবার ব্যাটিংয়ে নেমে ২১১ রানে অল আউট হয় সিলেট। সর্বোচ্চ ৬২ রানে অপরাজিত থাকেন রাহাতুল ফেরদৌস।

ঢাকার স্পিনার নাজমুল ইসলাম নেন সর্বোচ্চ ৪ উইকেট। ৩টি করে শিকার ধরেন শুভাগত হোম ও তাইবুর রহমান।

৫৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে ১৫৪ রানেই গুটিয়ে যায় ঢাকা। ত্রিশও ছুঁতে পারেননি কেউ।

সিলেটের দুই পেসার সৈয়দ খালেদ আহমেদ ও রেজাউর রহমান রাজা নেন সর্বোচ্চ ৩টি করে উইকেট।

লক্ষ্য তাড়ায় নেমে ২৪ রানের উদ্বোধনী জুটির পর দ্রুতই চার ব্যাটসম্যানকে হারায় সিলেট। ৩ উইকেট নেন শুভাগত।

সংক্ষিপ্ত স্কোর:

ঢাকা বিভাগ ১ম ইনিংস: ২৬৬

সিলেট বিভাগ ১ম ইনিংস: (আগের দিন ১৭২/৭) ৯২.৫ ওভারে ২১১ (রাহাতুল ৬২*, রেজাউর ১৪, খালেদ ১০; রিপন ৪-০-২৩-০, শুভাগত ৩০-১১-৫৩-৩, সুমন ৬-২-২৮-০, শাকিল ৭-১-২২-০, নাজমুল ৩৫-১৩-৫৩-৪, তাইবুর ৫.৫-২-১০-৩, সাইফ ৫-১-১৩-০)

ঢাকা বিভাগ ২য় ইনিংস: ৫৫.২ ওভারে ১৫৪ (মজিদ ২৭, রনি ২০, সাইফ ১৮, তাইবুর ২০, মাহিদুল ১৩, শুভাগত ২৩, নাদিফ ০, নাজমুল ১৮, সুমন ০, রিপন ১, শাকিল ১০*; খালেদ ৫-১-১৭-০, রাহাতুল ২৩-৩-৬১-২, রেজাউর ৭-১-২৫-৩, নাঈম ১৬.২-৪-২৯-৪, শাহানুর ৪-০-১৮-১)

সিলেট বিভাগ ২য় ইনিংস: (লক্ষ্য ২১০) ১৬ ওভারে ৩৯/৪ (তাওফিক ২০, অমিত ১৩, শাহানুর ৫, শামসুর ০, জাকের ১*, তৌহিদুল ০*; নাজমুল ৬-০-২৭-১, তাইবুর ৪-০-৮-০, শুভাগত ৪-২-২-৩, শাকিল ১-০-১-০, সাইফ ১-০-১-০)

আল-আমিন ও আবু হায়দারের ফিফটি

প্রথম স্তরের আরেক ম্যাচে ঢাকা মেট্রোর বিপক্ষে প্রথম ইনিংসে লিড পেয়েছে রংপুর বিভাগ।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় দিনের ৩ উইকেটে ১০৫ রান নিয়ে তৃতীয় দিনে ২৯৫ রানে অল আউট হয় মেট্রো। ফিফটি করেন দুজন।

১৫০ বলে ৭ চারে ৭১ রানের ইনিংস খেলেন আল আমিন। আবু হায়দার ১১০ বলে ৩টি ছক্কা ও ৪টি চারে করেন ৬৩ রান।

১৪১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে দিন শেষে রংপুরের রান ২ উইকেটে ১১। সব মিলিয়ে ১৫১ রানে এগিয়ে আছে তারা।

সংক্ষিপ্ত স্কোর:

রংপুর বিভাগ ১ম ইনিংস: ৪৩৫

ঢাকা মেট্রো ১ম ইনিংস: (আগের দিন ১০৫/৩) ১০৫.২ ওভারে ২৯৫ (নাঈম ১৬, মার্শাল ১৭, আল আমিন ৭১, আমিনুল ১২, আবু হায়দার ৬৩, শহিদুল ০, অনিক ১৮, আরিফ ৭*; গালিব ১৬-১-৬৯-০, মুশফিক ২২-৫-৬৪-২, মাহমুদুল ১৫.২-৩-৩৬-৩, আবদুল্লাহ ১২-২-২৭-০, নিহাদুজ্জামান ১১-৩-৩৬-১, আরিফুল ১০-২-২৬-২, রিশাদ ১৮-৩-৩৩-২)

রংপুর বিভাগ ২য় ইনিংস: ৮ ওভারে ১১/২ (অনিক ২, মারুফ ২, আবদুল্লাহ ৪*, আকবর ৩*; শহিদুল ৪-৩-৩-১, আরিফ ৪-১-৮-১)