অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি আসরে সাকিব দুই দফায় খেলেছেন বদলি হিসেবে, রিশাদ দল পেলেন ড্রাফট থেকে।
Published : 01 Sep 2024, 02:57 PM
সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন রিশাদ হোসেন। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টির পর এবার অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগেও দল পেলেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার। তবে জাতীয় দল ও বিগ ব্যাশের ব্যস্ততায় এই টুর্নামেন্টে তার খেলতে পারা নিয়ে অনিশ্চয়তা থাকবে।
বিগ ব্যাশের ১৪তম আসরের প্লেয়ার্স ড্রাফটে 'ব্রোঞ্জ' বিভাগ থেকে রোববার তাকে দলে নেয় হোবার্ট হারিকেন্স। এই দলের 'হেড অব স্ট্র্যাটেজি' হিসেবে কাজ করছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং।
অস্ট্রেলিয়ার এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে দল পাওয়া দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার রিশাদ। তবে ড্রাফট থেকে দল তিনিই পেলেন প্রথম।
২০১৪ সালে অ্যাডিলেইড স্ট্রাইকার্সের হয়ে দুটি ও ২০১৫ সালে মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে চারটি ম্যাচ খেলেন সাকিব আল হাসান। প্রথমবার তিনি খেলেন ইয়োহান বোথার বদলি হিসেবে, পরের বার আন্দ্রে রাসেলের বদলি হয়ে। রিশাদ দল পাওয়ায় ঘুচল প্রায় ৯ বছরের অপেক্ষা।
তবে বাস্তবতা বলছে, বিগ ব্যাশে তার খেলার সম্ভাবনা সামান্যই। আগামী ১৫ ডিসেম্বর শুরু হবে এই আসর। রিশাদের তখন থাকার কথা ওয়েস্ট ইন্ডিজে। ক্যারিবিয়ায় দুটি টেস্ট শেষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ৮ ডিসেম্বর, টি-টোয়েন্টি সিরিজ শুরু ১৬ ডিসেম্বর। সেই সিরিজ শেষ হবে ২০ ডিসেম্বর। এরপর বিপিএল শুরু হওয়ার কথা ২৭ ডিসেম্বর থেকে।
গত জুনে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়ে বাংলাদেশের হয়ে এক আসরে সর্বোচ্চ ১৪ উইকেটের রেকর্ড গড়েন রিশাদ। এরপরই তার সামনে খুলে যায় গ্লোবাল টি-টোয়েন্টির দুয়ার। আর এবার এলো বিগ ব্যাশ খেলার সুযোগ।
গ্লোবাল টি-টোয়েন্টিতে রিশাদকে দলে নিয়েছিল টরোন্টো ন্যাশনালস। কিন্তু দেশের অস্থির অবস্থার মাঝে ভিসা জটিলতার কারণে ওই টুর্নামেন্ট খেলতে যেতে পারেননি ২২ বছর বয়সী লেগ স্পিনার।
তাসমানিয়ার দলটি রিশাদ ছাড়াও ড্রাফট থেকে নিয়েছে শেই হোপ ও ক্রিস জর্ডানকে। এছাড়া সতীর্থ স্পিনার হিসেবে নিখিল চৌধুরি, প্যাডি ডুলি ও পিটার হ্যাটজগলুকে পাবেন রিশাদ। হোবার্টের হেড অব স্ট্র্যাটেজি হিসেবে আছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং।
রিশাদ ছাড়াও ছেলেদের বিগ ব্যাশের ড্রাফটে নাম দিয়েছিলেন বাংলাদেশের ৮ ক্রিকেটার। এছাড়া মেয়েদের লিগে নিবন্ধন করেছিলেন জাহানারা আলম। তাদের কাউকেই নেয়নি কোনো দল।