মেয়েদের ক্রিকেটে জানুয়ারি মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি।
Published : 11 Feb 2025, 03:17 PM
পাকিস্তানে টেস্ট সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়া জোমেল ওয়ারিক্যানের অর্জনের মুকুটে যুক্ত হয়েছে আরেকটি পালক। ক্যারিয়ারে প্রথমবার ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ স্বীকৃতি পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই স্পিনার। জানুয়ারির সেরা নারী ক্রিকেটারের পুরুস্কার জিতেছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি।
গত মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম মঙ্গলবার প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি।
সেরার লড়াইয়ে ওয়ারিক্যান হারিয়েছেন ভারতীয় স্পিনার ভারুন চক্রবর্তী ও পাকিস্তানের নোমান আলিকে। আর মুনি পেছনে ফেলছেন ওয়েস্ট ইন্ডিজের কারিশ্মা রামহারাক ও ভারতের গঙ্গাদি তৃষ্ণাকে।
পাকিস্তানে দুই টেস্টের সিরিজের প্রথমটিতে দুর্দান্ত বোলিং করেন ওয়ারিক্যান। মুলতানে স্পিন সহায়ক উইকেটে প্রথম ইনিংসে ৩টির পর দ্বিতীয় ইনিংসে স্রেফ ৩২ রানে ৭ উইকেট নেন তিনি। কিন্তু ম্যাচে হেরে যায় সফরকারীরা।
পাকিস্তান সফরের আগে ১৭ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ওয়ারিক্যানের উইকেট ছিল মোট ৫৪টি। ম্যাচে ১০ উইকেট তো দূরের কথা, ইনিংসে ৫ উইকেটও ছিল না একবারও। সফরের প্রথম টেস্টে দুটির স্বাদই পান তিনি।
দ্বিতীয় টেস্টে ১২০ রানের স্মরণীয় জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের মাটিতে ৩৪ বছরেরও বেশি সময় পর পায় টেস্ট জয়ের স্বাদ। ওই ম্যাচের নায়ক ছিলেন ওয়ারিক্যানই। বাঁহাতি স্পিনে প্রথম ইনিংসে ৪৩ রানে নেন ৪ উইকেট, দ্বিতীয় ইনিংসে ২৭ রানে ৫টি। ম্যাচ-সেরার পাশাপাশি জেতেন সিরিজ-সেরার পুরস্কারও।
ওই সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন ওয়ারিক্যান। দুই ম্যাচে তার শিকার ছিল ১৯ উইকেট। এছাড়া দুই ম্যাচে ব্যাট হাতে অপরাজিত ৩১ ও ৩৬ রানের মূল্যবান দুটি ইনিংসও খেলেন তিনি।
আর অস্ট্রেলিয়ান কিপার-ব্যাটার মুনি মাস সেরার পুরস্কার জেতেন ইংল্যান্ডের বিপক্ষে আলো ছড়িয়ে। অ্যাশেজে ওয়ানডে সিরিজে একটি ফিফটি করেন তিনি।
পরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১৪৬.৮৯ স্ট্রাইক রেটে করেন ২১৩ রান; সিডনিতে ৪৪ বলে ৭৫ রানের পর অ্যাডিলেইডে ৬৩ বলে করেন অপরাজিত ৯৪। এই পারফরম্যান্সে টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে তিনি।