বোর্ডার-গাভাস্কার ট্রফি
সিরিজ শুরুর আগে উত্তরসূরিদের সতর্ক করে দিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার।
Published : 17 Nov 2024, 11:51 PM
ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না ভিরাট কোহলির। অস্ট্রেলিয়া সফরে তাই স্বাভাবিকভাবেই চাপে থাকবেন ভারতের ব্যাটিং গ্রেট। তবে অহমে আঘাত লাগলে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন তিনি, ভালো করেই জানা আছে গ্লেন ম্যাকগ্রার। তাই উত্তরসূরিদের কোহলিকে না খোঁচানোর পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার।
গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ম্যাচ জয়ী ৭৬ রানের ইনিংস খেলেন কোহলি। ট্রফি জিতে তিনি বিদায় জানান এই সংস্করণকে। এরপর থেকে টেস্ট ও ওয়ানডে মিলিয়ে ১৩ ইনিংসে আর পঞ্চাশ ছুঁতে পারেননি তিনি।
ঘরের মাঠে বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ মিলিয়ে পাঁচ টেস্টে তার ব্যাটিং গড় স্রেফ ২১.৩৩। নিউ জিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশড হওয়া সিরিজে ৬ ইনিংস মিলিয়ে করতে পারেন কেবল ৯৩ রান। টেস্টে সবশেষ ১২ ইনিংসে তার ফিফটি কেবল একটি।
প্রায় ১০ বছর পর টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে সেরা বিশের বাইরে চলে গেছেন তিনি। এই বছর তিন ওয়ানডে খেলে করতে পেরেছেন কেবল ৫৮ রান, সর্বোচ্চ ২৪। টি-টোয়েন্টিতে এই বছর ১০ ম্যাচে ১৮ গড়ে তার রান ১৮০। নিজের সেরা সময়কে যে তিনি পেছনে ফেলে এসেছেন, তা ফুটে উঠছে এসব পরিসংখ্যানেই।
তবে অস্ট্রেলিয়ায় কোহলির পরিসংখ্যান বেশ সমৃদ্ধ। দেশটিতে এখন পর্যন্ত ১৩ টেস্টে ৫৪.০৮ গড়ে তিনি করেছেন এক হাজার ৩৫২ রান। ৪টি ফিফটির সঙ্গে সেঞ্চুরি আছে ৬টি। ভারত ছাড়া দুটির বেশি সেঞ্চুরি আছে তার কেবল অস্ট্রেলিয়াতেই।
তাই অস্ট্রেলিয়ায় কোহলির ছন্দে ফেরার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে ভারতের সাবেক অলরাউন্ডার ও সাবেক প্রধান কোচ রাভি শাস্ত্রি সম্প্রতি বলেছেন, ‘রাজা তার রাজ্যে ফিরেছে।’
ক্রিকেট খেলাটা নিয়ে সবসময় অনেক বেশি আবেগ কাজ করে কোহলির। দলের জয়ে নিজেকে উজাড় করে দিতে চান তিনি সবসময়। ভারতের ইতিহাসের সেরা ব্যাটসম্যানদের একজনের সময়টা খারাপ গেলেও যেকোনো মুহূর্তে যে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য তার আছে, ভালো করেই জানেন ম্যাকগ্রা। তার সেরাটা বেশিরভাগ সময়ই বের হয়ে আসে তাকে উস্কে দিলে। তাই এমন কিছু ভুলেও না করার পরামর্শ প্যাট কামিন্সের দলকে দিয়েছেন ম্যাকগ্রা।
“সে (কোহলি) যদি আবেগের সঙ্গে লড়াইয়ে নামে, যদি (মাঠে) কিছুটা বাকবিতণ্ডা হয়, তাহলে কে জানে, সে জ্বলে উঠতে পারে।”
“তবে আমার মনে হয়, সে হয়তো কিছুটা চাপে আছে এবং যদি শুরুতে কয়েকটি ইনিংসে অল্প রান করে, তাহলে সে এটা আরও বেশি অনুভব করবে। সে অনেক আবেগপ্রবণ ক্রিকেটার। যখন সে ছন্দে থাকে, তখন ছুটতে থাকে আর যখন চাপে থাকে, তখন কিছুটা ভুগতে দেখা যায়।”
পার্থে আগামী শুক্রবার শুরু হবে ভারত ও অস্ট্রেলিয়ার বোর্ডার-গাভাস্কার ট্রফি। সবশেষ দুই দফায় অস্ট্রেলিয়ায় গিয়ে সিরিজ জিতে এসেছে ভারত। তবে এবার স্বাগতিকদেরই জয়ের সম্ভাবনা বেশি দেখেন ম্যাকগ্রা।