ভারতীয় ক্রিকেটে তুমুল আলোচনা এখন টেস্ট অধিনায়কত্ব নিয়ে। কে হবেন বিরাট কোহলির উত্তরসূরি? অস্ট্রেলিয়ান পেস বোলিং গ্রেট ব্রেট লির মতে, লাল বলের ক্রিকেটে এই মুহূর্তে ভারতকে নেতৃত্ব দেওয়ার সামর্থ্য আছে বেশ কয়েকজনের। কারও নাম অবশ্য উল্লেখ করেননি সাবেক এই গতিতারকা।
Published : 27 Jan 2022, 09:52 PM
দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ হারের পরদিন গত ১৫ জানুয়ারি ক্রিকেট বিশ্বকে চমকে দিয়ে টেস্টের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন কোহলি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই সংস্করণের অধিনায়কত্ব নিজ থেকে ছাড়ার পর তাকে সরিয়ে দেওয়া হয় ওয়ানডের নেতৃত্ব থেকে। সীমিত ওভারের দুই সংস্করণেই দায়িত্বটা পেয়েছেন রোহিত।
সাদা বলে নতুন অধিনায়ক বেছে নেওয়া হলেও টেস্টের দায়িত্ব এখনও কাউকে দেয়নি ভারতের ক্রিকেট বোর্ড। কোহলির শূন্য পদ পাওয়ার লড়াইয়ে রোহিত শর্মা, লোকেশ রাহুলদের নামই শোনা যাচ্ছে বেশি। কোহলি-রোহিতের অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকায় টেস্ট ও ওয়ানডেতে নেতৃত্বের অভিষেক হয়ে গেছে রাহুলের। আইপিএলে ও ঘরোয়া ক্রিকেটে তার নেতৃত্বের অভিজ্ঞতা আছে বেশ।
ভারতীয় কিংবদন্তি সুনিল গাভাস্কার আবার অধিনায়ক হিসেবে দেখতে চান তরুণ রিশাভ পান্তকে। আইপিএলে এই কিপার-ব্যাটসম্যান নেতৃত্বে বেশ নজর কেড়েছেন। দলটির অভিজ্ঞ পেসার জাসপ্রিত বুমরাহও টেস্টে ভারতের অধিনায়কত্ব করার ইচ্ছার কথা জানিয়েছেন।
সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট লেজেন্ডস লিগ ক্রিকেট খেলতে ওমানে আছেন লি। সেখানেই বার্তা সংস্থা এএনআই-কে নিজের ভাবনার কথা বলেন তিনি।
“এটা (অধিনায়কত্ব ছাড়া) সম্পূর্ণ বিরাট কোহলির সিদ্ধান্ত। আমার মনোযোগ ছিল বিগ ব্যাশে এবং অবশ্যই অ্যাশেজে। এই বিষয়ে খুব বেশি কিছু বলতে পারব না। সিদ্ধান্তটি পুরোপুরি বিরাট কোহলির ওপর নির্ভর করে। আমার মনে হয়, এই মুহূর্তে চার-পাঁচজন ক্রিকেটার আছে, যারা ভারতের টেস্ট দলকে নেতৃত্ব দিতে সক্ষম। কেবল সময়ই কথা বলবে।”
“চার-পাঁচ জন ক্রিকেটার আছে যারা দায়িত্বটি পালন করতে পারে, সিদ্ধান্ত সম্পূর্ণ ভারতীয় ম্যানেজমেন্টের ওপর।”
ভারতের পরের টেস্ট সিরিজ শ্রীলঙ্কার বিপক্ষে, ঘরের মাঠে। ২৫ ফেব্রুয়ারি শুরু দুই টেস্টের সিরিজটি।