চোটাঘাত আর সুযোগের অভাব মিলিয়ে গত ৬ মাসে কোনো ধরনের ক্রিকেটে মাঠে নামতে পারেননি কুলদিপ যাদব। তবে বোলিং আক্রমণে বৈচিত্র যোগ করতে মরিয়া ভারত ওয়ানডে দলে ফিরিয়ে এনেছে এই চায়নাম্যান বোলারকে। মাঝের ওভারগুলোতে উইকেটশিকারি বোলারের খোঁজে সুযোগ দেওয়া হয়েছে তরুণ লেগ স্পিনার রবি বিষ্ণইকেও।
Published : 27 Jan 2022, 01:11 PM
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের এই ওয়ানডে সিরিজের দলে বড় চমক অবশ্য আরেকটি। খুব একটা আলোচনায় না থাকলেও প্রথমবার ওয়ানডে দলে জায়গা পেয়েছেন ব্যাটসম্যান দিপক হুডা। ওয়ানডে স্কোয়াডে প্রথমবার ঠাঁই মিলেছে পেসার আভেশ খানেরও।
সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকা সফরে হোয়াইটওয়াশড হওয়ার পর ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় বলেন মাঝের ওভারগুলো নিয়ে দুর্ভাবনার কথা। সিরিজের তিন ম্যাচ মিলিয়ে তিন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চেহেল ও জয়ন্ত যাদব মিলে ৫৯ ওভারে উইকেট নিতে পারেন স্রেফ ৩টি।
খেসারত দিয়ে জায়গা হারিয়েছেন অশ্বিন ও জয়ন্ত। পাশাপাশি দক্ষিণ আফ্রিকা সফরের দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার, অলরাউন্ডার ভেঙ্কাটেশ আইয়ার ও ব্যাটসম্যান ইশান কিষানও। বিশ্রাম দেওয়া হয়েছে দুই অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি ও জাসপ্রিত বুমরাহকে।
ওয়ানডের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলও ঘোষণা করা হয়েছে। অশ্বিন জায়গা হারিয়েছেন এখানেও। এই সংসাকরণেও জায়গা করে নিয়েছেন বিষ্ণই ও আভেশ।
চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফরে না থাকা রোহিত শর্মা ফিরেছেন দলকে নেতৃত্ব দিতে। রোহিতের অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকায় নেতৃত্ব দেওয়া লোকেশ রাহুল এবার প্রথম ওয়ানডেতে থাকছেন না। তবে খেলবেন পরের ম্যাচগুলিতে।
চোট কাটিয়ে দুই সংস্করণেই ফিরেছেন অফ স্পিনিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। চোটের কারণে ফেরা হয়নি রবীন্দ্র জাদেজার। বোলিংয়ে এখনও ফিট না হওয়া হার্দিক পান্ডিয়াও নেই দলের। এবারের আইপিএলে অবশ্য পান্ডিয়াকে ১৫ কোটি রূপিতে দলে নিয়ে অধিনায়কত্ব দিয়েছে নতুন দল আহমেদাবাদ।
হুডাকে দলে নেওয়া বড় চমক সাম্প্রতিক সময়ে খুব একটা আলোচনায় ছিলেন না বলে। ডিসেম্বরে ঘরোয়া একদিনের ম্যাচের টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে রাজস্থানের হয়ে ১টি সেঞ্চুরি করলেও ৬ ম্যাচে তার রান ছিল মোট ১৯৮, গড় কেবল ৩৩। এই টুর্নামেন্টের ঠিক আগে টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলি ট্রফিতে অবশ্য দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার ছিলেন তিনি। ৬ ম্যাচে ২৯৪ রান করেছিলেন ৭৩.৫০ গড় ও ১৬৮ স্ট্রাইক রেটে।
গত বছর হুডা আলোচনায় ছিলেন তার ঘরোয়া ক্রিকেটের দল বরোদায় শৃঙ্খলাজনিত নানা কারণে। বরোদার অধিনায়ক ক্রুনাল পান্ডিয়ার বিরুদ্ধে বাজে আচরণ ও খবরদারির অভিযোগ তুলে খবরের শিরোণামে আসেন তিনি। পরে তাকে বহিষ্কার করে বরোদা। তিনি নতুন আশ্রয় খুঁজে নেন রাজস্থানে। সেখান থেকে এখন জাতীয় দলে জায়গা পাওয়া নিশ্চিতভাবেই ২৬ বছর বয়সী ব্যাটসম্যানের ক্যারিয়ারকে দেবে নতুন গতি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে ৬, ৯ ও ১১ ফেব্রুয়ারি আহমেদাবাদে। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ এই ম্যাচ। এরপর ১৬, ১৮ ও ২০ ফেব্রুয়ারি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ কলকাতায়।
ভারতের ওয়ানডে স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, রুতুরাজ গায়কোয়াড়, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, দিপক হুডা, রিশাভ পান্ত, দিপক চাহার, শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণই, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, আভেশ খান, যুজবেন্দ্র চেহেল।
ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, ইশান কিষান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, রিশাভ পান্ত, ভেঙ্কাটেশ আইয়ার, দিপক চাহার, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, আকসার প্যাটেল, রবি বিষ্ণই, মোহাম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, হার্শাল প্যাটেল, আভেশ খান, যুজবেন্দ্র চেহেল।