হার্টে অস্ত্রোপচার সফল হলেও বড় এক জটিলতায় এখনও আটকে আছেন ক্রিস কেয়ার্নস। শিরদাঁড়ায় স্ট্রোকের পর থেকে যে অসাড় তার দুই পা। নিউ জিল্যান্ডের সাবেক এই অলরাউন্ডার জানেন, সামনে কঠিন ও লম্বা পথ। তবে মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে পেরে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞ তিনি।
Published : 19 Sep 2021, 07:12 PM
অস্ট্রেলিয়ান স্ত্রীর সঙ্গে কেয়ার্নস থাকেন ক্যানবেরায়। হার্টের গুরুতর অসুস্থতায় অগাস্টের শুরুর দিকে তাকে নেওয়া হয় সিডনিতে। সেখানে সেন্ট ভিনসেন্ট হাসপাতালে অস্ত্রোপচারের পর কিছুদিন লাইফ সাপোর্টে রাখা হয় তাকে।
পরে অবস্থার উন্নতি হয়। বাড়ি ফেরার অনুমতিও পান সময়ের সঙ্গে। তবে হার্টের জটিল ওই অস্ত্রোপচারের সময় শিরদাঁড়ায় স্ট্রোক করায় তার দুই পা অসাড় হয়ে আছে। তাকে এখন মেরুদণ্ডের বিশেষজ্ঞের সঙ্গে পুনর্বাসন প্রক্রিয়া চালাতে হবে।
অস্ত্রোপচারের পর রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ৫১ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার ধন্যবাদ জানান তার চিকিৎসা সংশ্লিষ্ট সবাইকে।
“৬ সপ্তাহ আগে আমি টাইপ এ অর্টিক ডিসসেকশনে ভুগেছিলাম, মূলত আমার হার্টের একটি আর্টারি ছিড়ে গিয়েছিল। আমার বেশ কয়েকটি অস্ত্রোপচার করা হয়েছে। খুবই কৃতজ্ঞ যে, বিশেষজ্ঞরা হার্টকে রক্ষা করতে পেরেছেন।”
“ক্যানবেরা হাসপাতাল থেকে শুরু করে সিডনির সেন্ট ভিনসেন্টের চিকিৎসক দল, সার্জন, চিকিৎসক, নার্স, বিশেষজ্ঞ যারা আমার প্রাণ বাঁচিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ। শুভাকাঙ্ক্ষী সবাইকেও ধন্যবাদ যারা মেল, আমার স্ত্রীর মাধ্যমে শুভকামনা জানিয়েছেন...”
পা অসাড় হয়ে যাওয়ায় কঠিন পথ অপেক্ষা করছে তার সামনে, বুঝতে পারছেন কেয়ার্নস।
“অনেক জটিলতার একটি হলো স্পাইনাল স্ট্রোক। যেটা আমাকে সম্ভবত সামনের পুনর্বাসনে সবচেয়ে বড় চ্যালেঞ্জের সম্মুখীন করবে।”