বাংলা টাইগার্স দলে থিসারা-ফকনার-রুশো
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Oct 2019 11:24 AM BdST Updated: 17 Oct 2019 11:41 AM BdST
৮ জন বিদেশি ও ৭ জন দেশি ক্রিকেটার নিয়ে গড়া হলো এবারের টি-টেন ক্রিকেটের জন্য বাংলা টাইগার্স দল। বিদেশি ক্রিকেটারদের মধ্যে দলে আছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা, অস্ট্রেলিয়ান অলরাউন্ডার জেমস ফকনার, দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান রাইলি রুশো ও কলিন ইনগ্রাম।
এছাড়াও গত বিপিএলে সাড়া জাগানো দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার রবি ফ্রাইলিঙ্ক, ক্যারিবিয়ান ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচার ও সংযুক্ত আরব আমিরাতের ব্যাটসম্যান চিরাগ সুরি।
টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে বুধবার। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এই দলে উল্লেখযোগ্য নাম বাঁহাতি পেসার আবু হায়দার ও কিপার ব্যাটসম্যান এনামুল হক। এছাড়াও দলে আছেন দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা ও ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফরমার ফরহাদ রেজা, আরাফাত সানি ও জুনায়েদ সিদ্দিক। জায়গা পেয়েছেন উঠতি ব্যাটসম্যান ইয়াসির আলি চৌধুরী ও অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান।
সংযুক্ত আরব আমিরাতে ১০ ওভারের ক্রিকেটের তৃতীয় আসর এটি। আবু ধাবিতে টুর্নামেন্ট হবে আগামী ১৫ থেকে ২৪ নভেম্বর।
বাংলাদেশি মালিকানাধীন বাংলা টাইগার্স দলের কোচ এবার সাবেক জাতীয় ক্রিকেটার ও ঘরোয়া ক্রিকেটে এর মধ্যেই সাড়া জাগানো কোচ আফতাব আহমেদ। ম্যানেজার থাকবেন আরেক সাবেক জাতীয় ক্রিকেটার নাফিস ইকবাল।
৮ দলের এই টুর্নামেন্টে বিভিন্ন দলে খেলবেন মইন আলি, ওয়েন মর্গ্যান, মোহাম্মদ আমির, ক্রিস লিন, ডোয়াইন ব্রাভো, লাসিথ মালিঙ্গা, শেন ওয়াটসন, কাইরান পোলার্ড, হাশিম আমলা, এভিন লুইস, আন্দ্রে রাসেল, ড্যারেন স্যামির মতো ক্রিকেটাররা।
বাংলা টাইগার্স দল: থিসারা পেরেরা, আন্দ্রে ফ্লেচার, কলিন ইনগ্রাম, রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্ক, কাইস আহমেদ, জেমস ফকনার, চিরাগ সুরি, এনামুল হক, ফরহাদ রেজা, আবু হায়দার, জুনায়েদ সিদ্দিক, ইয়াসির আলি, মেহেদি হাসান, আরাফাত সানি।
-
গায়ানার উইকেটে স্পিনে সুবিধা দেখছেন মাহমুদউল্লাহ
-
বাংলাদেশের বোলিংয়ে অধিনায়কের অগাধ আস্থা
-
প্রায় তিন বছর পর বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ
-
টি-টোয়েন্টি লিগের ইতিবাচক প্রভাব দেখছেন অরবিন্দ ডি সিলভা
-
অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
-
‘ব্যাটিংকে খুব সহজ করে ফেলেছে রুট-বেয়ারস্টো’
-
৬ বছর পর র্যাঙ্কিংয়ে সেরা দশের বাইরে কোহলি
-
শাস্তি পেল বাংলাদেশ দল
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের