‘আইসিসি অ্যাওয়ার্ড পাওয়া সময়ের ব্যাপার’
ক্রীড়া প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jan 2018 05:33 PM BdST Updated: 22 Jan 2018 10:18 PM BdST
আইসিসি পুরস্কার পাওয়ার মতো ক্রিকেট খেলার সামর্থ্য সতীর্থদের মধ্যে দেখছেন তামিম ইকবাল। বাঁহাতি এই ওপেনার মনে করছেন, বাংলাদেশের কোনো ক্রিকেটারের এই পুরস্কার জেতা সময়ের ব্যাপার মাত্র।
Related Stories
বছরজুড়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে কদিন আগে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হন ভারতের বিরাট কোহলি। ২০১৭ সালের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কারও জিতেন তিনি। অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ জিতেন বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার।
তামিম মনে করেন, দুই ক্রিকেটারই পেয়েছেন প্রাপ্য পুরস্কার। আইসিসি অ্যাওয়ার্ড পেতে সতীর্থদের তাদের মতো করে ধারাবাহিক ভালো খেলে যাওয়ার পরামর্শ দিলেন টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক।
“যেভাবে শেষ বছরটা গেল, এভাবে গেলে এক সময় না এক সময়ে আমরা অ্যাওয়ার্ড পাব। আইসিসি অ্যাওয়ার্ড পেতে হলে খুব, খুব ভালো কিছু করতে হবে। আগামী বছরগুলো ভালো গেলে স্বীকৃতি চলে আসবে।”
“যারা ব্যক্তিগত পুরস্কার পেয়েছে তারা অনেক রান করেছে। যারা বর্ষসেরা টেস্ট আর ওয়ানডে দলে ছিল তাদের সবারই তা প্রাপ্য। আমি বলছি না, সাকিব-মুশফিকের প্রাপ্য না, এটা ওদেরও প্রাপ্য। বেশি দিন নেই, বর্ষসেরা টেস্ট দলে বাংলাদেশের দুই বা তিন জন থাকবে।”
গত কয়েক বছর ধরে ধারাবাহিক ভালো খেলছেন তামিম। তার হাতে ধরা দিয়েছে অনেক অর্জন। তবে এই বাঁহাতি ব্যাটসম্যান মনে করেন, এখনও অনেক কিছু বাকি।
“আমি নিজে কখনও মনে করি না, আমি কিছু করে ফেলেছি। শেষ দুই-তিন বছর ভালো করেছি। আমি আমার চেষ্টা সবসময় একরকম রেখেছি। মানসিকতা সব সময় এক থাকুক, ব্যাটিংয়ের প্রক্রিয়া সব সময় এক থাকুক এটা চেয়েছি। অবশেষে তা করতে পেরেছি। আপনি যখন ব্যাটিং করবেন এক মিনিট নির্ভার থাকা যাবে না। এটা বিশ্বাস করি, ক্রিকেট এমন একটা খেলা যেখানে শতভাগ দিলে ফেরত পাওয়া যায়।”
-
গায়ানার উইকেটে স্পিনে সুবিধা দেখছেন মাহমুদউল্লাহ
-
বাংলাদেশের বোলিংয়ে অধিনায়কের অগাধ আস্থা
-
প্রায় তিন বছর পর বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ
-
টি-টোয়েন্টি লিগের ইতিবাচক প্রভাব দেখছেন অরবিন্দ ডি সিলভা
-
অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
-
‘ব্যাটিংকে খুব সহজ করে ফেলেছে রুট-বেয়ারস্টো’
-
৬ বছর পর র্যাঙ্কিংয়ে সেরা দশের বাইরে কোহলি
-
শাস্তি পেল বাংলাদেশ দল
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে