পরিশ্রমের ফল পাচ্ছে পেসাররা: তামিম
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jan 2018 07:07 PM BdST Updated: 22 Jan 2018 10:18 PM BdST
দক্ষিণ আফ্রিকায় পেস সহায়ক কন্ডিশনে বিবর্ণ ছিল বাংলাদেশের পেস বোলিং আক্রমণ। দলের কেউই সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। দেশের মাটিতে তারা ফিরেছেন চেনা ছন্দে। তামিম ইকবাল মনে করেছেন, গত দেড় মাসের কঠোর পরিশ্রমের ফল পাচ্ছে পেস বোলিং ইউনিট।
Related Stories
ত্রিদেশীয় সিরিজে দলের দুই ম্যাচে ১০ উইকেট নিয়েছেন তিন পেসার রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান ও মাশরাফি বিন মুর্তজা। শুরুতে আঁটসাঁট বোলিং করছেন অধিনায়ক মাশরাফি। মাঝের ওভারে বেধে রাখছেন মুস্তাফিজ। ডেথ ওভারে দারুণ বোলিং করছেন রুবেল।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু হবে বেলা ১২টায়। তার আগের দিন সংবাদ সম্মেলনে তামিম প্রশংসায় ভাসান দলের পেসারদের।
“গত তিন-চার বছরে পেস বোলারদের এতো বোলিং করতে দেখিনি, শেষ এক-দেড় মাসে তাদের যতো বোলিং করতে দেখেছি। তারা কঠোর পরিশ্রম করছে। কোচরা তাদের যে পরিকল্পনা দিয়েছিল, তা পুরো কাজে লাগিয়েছে। প্রচণ্ড পরিশ্রম করেছে, প্রচুর কষ্ট করেছে।”
রুবেল ১১ গড়ে নেন ৪ উইকেট। মুস্তাফিজ ১৬.৩৩ গড়ে তিনটি। মাশরাফি ১৮.৩৩ গড়ে দেন তিন। তিন পেসারের মধ্যে সবচেয়ে মিতব্যয়ী অধিনায়কই। ওভার প্রতি খরচ করেন ৩.২৩ রান।
-
গায়ানার উইকেটে স্পিনে সুবিধা দেখছেন মাহমুদউল্লাহ
-
বাংলাদেশের বোলিংয়ে অধিনায়কের অগাধ আস্থা
-
প্রায় তিন বছর পর বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ
-
টি-টোয়েন্টি লিগের ইতিবাচক প্রভাব দেখছেন অরবিন্দ ডি সিলভা
-
অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
-
‘ব্যাটিংকে খুব সহজ করে ফেলেছে রুট-বেয়ারস্টো’
-
৬ বছর পর র্যাঙ্কিংয়ে সেরা দশের বাইরে কোহলি
-
শাস্তি পেল বাংলাদেশ দল
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে