পরিশ্রমের ফল পাচ্ছে পেসাররা: তামিম

দক্ষিণ আফ্রিকায় পেস সহায়ক কন্ডিশনে বিবর্ণ ছিল বাংলাদেশের পেস বোলিং আক্রমণ। দলের কেউই সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। দেশের মাটিতে তারা ফিরেছেন চেনা ছন্দে। তামিম ইকবাল মনে করেছেন, গত দেড় মাসের কঠোর পরিশ্রমের ফল পাচ্ছে পেস বোলিং ইউনিট।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2018, 01:07 PM
Updated : 22 Jan 2018, 04:18 PM

ত্রিদেশীয় সিরিজে দলের দুই ম্যাচে ১০ উইকেট নিয়েছেন তিন পেসার রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান ও মাশরাফি বিন মুর্তজা। শুরুতে আঁটসাঁট বোলিং করছেন অধিনায়ক মাশরাফি। মাঝের ওভারে বেধে রাখছেন মুস্তাফিজ। ডেথ ওভারে দারুণ বোলিং করছেন রুবেল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু হবে বেলা ১২টায়। তার আগের দিন সংবাদ সম্মেলনে তামিম প্রশংসায় ভাসান দলের পেসারদের।

“গত তিন-চার বছরে পেস বোলারদের এতো বোলিং করতে দেখিনি, শেষ এক-দেড় মাসে তাদের যতো বোলিং করতে দেখেছি। তারা কঠোর পরিশ্রম করছে। কোচরা তাদের যে পরিকল্পনা দিয়েছিল, তা পুরো কাজে লাগিয়েছে। প্রচণ্ড পরিশ্রম করেছে, প্রচুর কষ্ট করেছে।”

রুবেল ১১ গড়ে নেন ৪ উইকেট। মুস্তাফিজ ১৬.৩৩ গড়ে তিনটি। মাশরাফি ১৮.৩৩ গড়ে দেন তিন। তিন পেসারের মধ্যে সবচেয়ে মিতব্যয়ী অধিনায়কই। ওভার প্রতি খরচ করেন ৩.২৩ রান।