মিরাজকে ১০ নম্বরে খেলানোর ব্যাখ্যায় সাব্বির

অলরাউন্ডার মেহেদী হাসানকে ১০ নম্বরে ব্যাটিংয়ে পাঠানোর ব্যাখ্যা দিয়েছেন সাব্বির রহমান। রাজশাহী কিংসের এই টপ অর্ডার ব্যাটসম্যান জানিয়েছেন, টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে অত নিচে ব্যাটিংয়ে নেমেছিলেন মিরাজ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2016, 10:43 AM
Updated : 10 Nov 2016, 11:23 AM

গত বুধবার খুলনা টাইটানসের বিপক্ষে পাকিস্তানের বোলার মোহাম্মদ সামির পরে ব্যাটিংয়ে পাঠানো হয় মিরাজকে। ৩ রানে হারা ম্যাচে কোনো বল খেলার সুযোগ মেলেনি ১৯ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যানের।

ম্যাচ শেষে খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ জাতীয় দলের সতীর্থ মিরাজকে এত নিচে ব্যাট করতে দেখে বিস্ময় প্রকাশ করেন।

বৃহস্পতিবার দলের প্রতিনিধি হয়ে আসা সাব্বির জানান, কে কোথায় ব্যাট করবে সিদ্ধান্ত সব সময় টিম ম্যানেজমেন্টই নেয়।

“ক্রিকেট দলীয় খেলা, ব্যক্তিগত কোনো খেলা নয়। (মিরাজকে) দলই সেখানে পাঠিয়েছে। এটা ম্যানজমেন্টের সিদ্ধান্ত ছিল।”

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাটিংয়ে ভালো না করলেও ঘরোয়া ক্রিকেটে এরই মধ্যে নিজের সামর্থ্য দেখিয়েছেন মিরাজ। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮ ইনিংসের মধ্যে পাঁচবার ছুঁয়েছেন পঞ্চাশ। লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৫ ইনিংসে দুবার করেছেন অর্ধশতক।