এটা জীবনে একবারই হয়: মাহমুদউল্লাহ

টি-টোয়েন্টি ক্রিকেটে অন্যতম সেরা একটি শেষ ওভার করে খুলনা টাইটানসকে দারুণ জয় এনে দিয়েছেন মাহমুদউল্লাহ। তবে এই অফ স্পিন অলরাউন্ডার মনে করছেন, এমন কিছু জীবনে একবারই করা যায়।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2016, 01:57 PM
Updated : 9 Nov 2016, 03:35 PM

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবারের প্রথম ম্যাচে খুলনার ১৩৩ রানের জবাবে ১৩০ রানে থেমে যায় রাজশাহী কিংসের ইনিংস।

শেষ ওভারে মাহমুদউল্লাহ যখন বল হাতে নেন তখন রাজশাহীর প্রয়োজন ৭ রান, হাতে ছিল ৩ উইকেট। ম্যাচ তখন ব্যাটিং দলের পক্ষেই হেলে ছিল। কিন্তু বুদ্ধিদীপ্ত বোলিংয়ে তিন রানে ৩ উইকেট তুলে নেন খুলনার অধিনায়ক।

ম্যাচ শেষে এক প্রতিক্রিয়ায় মাহমুদউল্লাহ জানান, খুব বেশি কিছু ভাবেননি সেই সময়।

“হলে হবে, না হলে নাই। আমি বেশি দূর ভাবতে চাইনি। শেষ বলটা করার সময় শুধু ভেবেছি যদি ভালো করি তাহলে জিতব। এমন কিছু আসলে জীবনে এক বার হয়।” 

শেষ বলে ৪ রান দরকার ছিল রাজশাহীর। কিন্তু ১১ নম্বর ব্যাটসম্যান এগিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পড হয়ে যান।