পেসারদের দারুণ বোলিংয়ে লক্ষ্যটা নাগালেই পেয়েছিল ইংল্যান্ড। বাকি কাজটুকু সারতে কোনো ভুল করেননি জস বাটলার ও ওয়েন মর্গ্যান। তাদের দৃঢ়তাভরা ব্যাটিংয়ে একমাত্র টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা।
Published : 06 Jul 2016, 03:40 AM
মঙ্গলবার টস জিতে ব্যাট করতে নেমে শেষ বলে অলআউট হওয়ার আগে ১৪০ রান করে শ্রীলঙ্কা। জবাবে ১৭ ওভার ৩ বলে দুই উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।
লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। তৃতীয় বলেই জেসন রয়কে ফিরিয়ে দেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। পঞ্চম ওভারে অতিথি অধিনায়ক বিদায় করেন জেমস ভিন্সকে।
৩০ রানে দুই উইকেট হারানো ইংল্যান্ডকে বড় জয় এনে দিতে অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে ১১৪ রানের জুটি গড়েন বাটলার ও মর্গ্যান। ম্যাচ সেরা বাটলার অপরাজিত থাকেন ৭৩ রানে। এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের ৪৯ বলের ইনিংস গড়া ৩টি চার ও ৪টি ছক্কায়।
ম্যাথিউস ২৭ রানে নেন দুই উইকেট।
এর আগে দানুশকা গুনাথিলাকা ও কুশল মেন্ডিস শ্রীলঙ্কাকে ভালো সূচনা এনে দেন। সপ্তম ওভারে এক সময়ে অতিথিদের সংগ্রহ ছিল ১ উইকেটে ৫৮ রান। ইংল্যান্ডের পেসারদের দারুণ বোলিং ও পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ভালো শুরুর সুবিধা কাজে লাগাতে পারেনি দলটি।
দিনেশ চান্দিমাল, রামিথ রাম্বুকওয়েলাদের জন্য দেড়শ’ রানের কাছাকাছি পৌঁছায় শ্রীলঙ্কার সংগ্রহ। জয়ের জন্য এই রান যথেষ্ট ছিল না।
ইংল্যান্ডের ডসন ও জর্ডান তিনটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৪০ (পেরেরা ১৩, গুনাথিলাকা ২৬, মেন্ডিস ২১, ম্যাথিউস ১১, চান্দিমাল ২৩, শানাকা ১, রাম্বুকওয়েলা ১৯, প্রসন্ন ১, মাহরুফ ১০, বান্দারা ২*, প্রদিপ ০; ডসন ৩/২৭, জর্ডান ৩/২৯, প্লানকেট ২/২৭)
ইংল্যান্ড: ১৭.৩ ওভারে ১৪৪/২ (রয় ০, বাটলার ৭৩*, ভিন্স ১৬, মর্গ্যান ৪৭*; ম্যাথিউস ২/২৭)
ফল: ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: জস বাটলার।