কিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও পেসার হাসান মাহমুদের ফেরার আশা শেষ।
Published : 22 Aug 2022, 06:40 PM
বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজে সেঞ্চুরি হাঁকানোর পর টি-টোয়েন্টি দলে ফিরলেন মোহাম্মদ নাঈম শেখ। এশিয়া কাপের দলে যুক্ত করা হলো বাঁহাতি এই ওপেনারকে।
প্রথম ঘোষিত দল থেকে চোটের জন্য বাদ পড়েছেন কিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও পেসার হাসান মাহমুদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব পরিবর্তনের কথা জানিয়েছে।
গত কয়েক মাসে অনেক কিছু ঘটে গেছে নাঈমের ক্যারিয়ারে। নিয়মিত রান করার পরও গত মার্চের পর জায়গা হারান দলে। কারণ তার রান করার মন্থর গতি; দেশের হয়ে ৩৪ টি-টোয়েন্টি খেলা এই বাঁহাতি ওপেনারের স্ট্রাইক রেট কেবল ১০৩.৭১। এতো মন্থর ব্যাটিংয়ের জন্য তার ইনিংসের কার্যকারিতা নিয়ে উঠছিল প্রশ্ন।
গত জানুয়ারিতে নিউ জিল্যান্ড সফরে ঘটনাচক্রে তার অভিষেক হয়ে যায় টেস্টে। ২ ইনিংস মিলিয়ে করতে পারেন কেবল ২৪ রান।
সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সফরে তাদের ‘এ’ দলের বিপক্ষে তিনটি আনঅফিসিয়াল ওয়ানডে খেলেন নাঈম। এর দুটিতে ব্যর্থ তিনি; একটিতে খুলতে পারেননি রানের খাতা, অন্যটিতে থামেন তিন রানে। মাঝে দ্বিতীয় ম্যাচে খেলেন ১০৩ রানের চমৎকার ইনিংস।
কিপার-ব্যাটসম্যান ও পেসারের জায়গায় নাঈমকে নেওয়ায় দলে তৃতীয় ওপেনার পেল বাংলাদেশ। আগে থেকেই আছেন এনামুল হক ও পারভেজ হোসেন। তাদের ওপেনিং জুটি নিয়ে সংশয় থাকায় প্রয়োজনে মিডল অর্ডার থেকে কাউকে তুলে আনার কথা বলেছিলেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ। এবার তাদের সামনে খুলে গেল আরেকটি দুয়ার।
সবশেষ জিম্বাবুয়ে সফরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে কিপিং করার সময় হাসানের বলে আঙুলে চোট পান সোহান। পরে সিঙ্গাপুরে চিকিৎসা নেওয়া এই বিস্ফোরক ব্যাটসম্যান তখন থেকেই মাঠের বাইরে। সেরে ওঠার উপর নির্ভর করছিল তার খেলা। বিসিবি জানায়, দুই সপ্তাহ আগে সার্জারি করানো সোহানের মাঠে ফিরতে আরও অপেক্ষা করতে হবে।
গত শনিবার এশিয়া কাপের প্রস্তুতি শুরুর দিন ফিল্ডিং অনুশীলনের সময় ডান গোড়ালির লিগামেন্টে চোট পান হাসান। তখনই টুর্নামেন্টে তার খেলা নিয়ে শঙ্কা জাগে। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। চোট থেকে সেরে উঠে মাঠে ফিরতে অন্তত তিন সপ্তাহ লাগবে তরুণ এই পেসারের। লম্বা সময় বাইরে থাকার পর জিম্বাবুয়ে সফর দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন তিনি।
এশিয়া কাপে খেলতে মঙ্গলবার ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। ৩০ অগাস্ট নিজেদের প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে আফগানিস্তানের।
এশিয়া কাপের বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, মোহাম্মদ নাঈম শেখ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ