বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা
কনুইয়ের চোট থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।
Published : 25 Oct 2024, 04:22 PM
কোনো ম্যাচ না খেলেই বাংলাদেশ সফর শেষ হয়ে গেল টেম্বা বাভুমার। কনুইয়ের চোটে প্রথম টেস্টে খেলতে না পারা নিয়মিত অধিনায়ককে দ্বিতীয় ম্যাচেও পাবে না দক্ষিণ আফ্রিকা।
চট্টগ্রামে আগামী মঙ্গলবার শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট। মিরপুরে প্রথম ম্যাচটি ৭ উইকেটে জিতে দুই টেস্টের সিরিজে এগিয়ে আছে সফরকারীরা।
বাভুমার অনুপস্থিতিতে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছেন এইডেন মার্করাম। দ্বিতীয় ম্যাচেও তার কাঁধে থাকবে গুরু দায়িত্ব।
চট্টগ্রাম টেস্টে খেলার আশায় ছিলেন বাভুমা। তাই প্রথম টেস্ট থেকে ছিটকে যাওয়ার পরও দলের সঙ্গে বাংলাদেশ আসেন তিনি। এখানেই চলে তার সেরে ওঠার পুনর্বাসন প্রক্রিয়া। কিন্তু সময়মতো সেরে উঠতে না পারায় দ্বিতীয় ম্যাচও খেলা হচ্ছে না তার।
আগামী মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে বাভুমাকে পাওয়ার আশায় আছে দক্ষিণ আফ্রিকা।
দ্বিতীয় টেস্ট থেকেও বাভুমার ছিটকে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকা টেস্ট দলের কোচ শুকরি কনরাড।
“মনে হচ্ছে, দ্বিতীয় টেস্টের জন্য সে প্রস্তুত হতে পারবে না। আমরা তার পুনর্বাসন প্রক্রিয়া এখন একটু কমাব, যাতে সে শ্রীলঙ্কা সিরিজের জন্য প্রস্তুত হতে পারে।”
দলের সঙ্গে বাংলাদেশে থাকবেন, নাকি সুস্থ হয়ে উঠতে এবং ঘরোয়া লাল বলের ক্রিকেট খেলতে দেশে ফিরে যাবেন বাভুমা, তা এখনও সিদ্ধান্ত হয়নি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের আগে ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতায় তিনটি ম্যাচ রয়েছে বাভুমার দল লায়ন্সের।
খেলতে না পারলেও অধিনায়ককে দলের সঙ্গেই চান দক্ষিণ আফ্রিকার কোচ কনরাড।
“আমি চাই, সে (বাংলাদেশে) থাকুক। আর এটা নিয়ে তার সঙ্গে কথা হয়েছে…দলে এখনও সে মূল্যবান ভূমিকা পালন করছে। এখনও এটা তার দল। দেখা যাক, কী হয়।”
চলতি মাসের শুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় বাঁ হাতের কনুইয়ের ওপরের দিকে চোট পান বাভুমা। ৩৫ রান করে রিটায়ার্ড হার্ড হয়ে মাঠ ছাড়েন তিনি। এরপর থেকে মাঠের বাইরে আছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান।
২০২২ সালে ভারত সফরে টি-টোয়েন্টি সিরিজ চলাকালে একই কনুইয়ে আঘাত পেয়েছিলেন বাভুমা। যে কারণে ওই বছরের শেষ দিকে ইংল্যান্ড সফর থেকে ছিটকে পড়েছিলেন তিনি।