শ্রীলঙ্কা-নিউ জিল্যান্ড
আগে দুবার টেস্ট দলে জায়গা পেলেও খেলার সুযোগ পাননি ২৭ বছর বয়সী এই অফ স্পিনার।
Published : 24 Sep 2024, 05:09 PM
হ্যামস্ট্রিং চোটে নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কার পেসার ভিশ্ব ফার্নান্দো। দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা অফ স্পিনার নিশান পেইরিস।
শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) মঙ্গলবার বিবৃতি দিয়ে জানায়, অনুশীলনে ডান হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন ভিশ্ব। বোর্ডের হাই পারফরম্যান্স সেন্টারে তার পুনর্বাসন চলবে।
শ্রীলঙ্কার ৬৩ রানে জেতা প্রথম টেস্টে খেলার সুযোগ পাননি ভিশ্ব। স্পিনারদের আধিপত্যের এই সিরিজে দ্বিতীয় টেস্টেও তার খেলার সম্ভাবনা তেমন ছিল না।
২৭ বছর বয়সী পেইরিস দ্বিতীয় টেস্টে একাদশে সুযোগ পেলেও পেতে পারেন। এর আগে ২০১৮ সালে ও এই বছরের মার্চে টেস্ট দলে জায়গা পেলেও কোনোবারই খেলার সুযোগ তিনি পাননি।
এখন পর্যন্ত ৪১টি প্রথম শ্রেণির ম্যাচে ২৪.৩৭ গড়ে ১৭২ উইকেট নিয়েছেন পেইরিস। ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন ১২ বার। এই মাসের শুরুতে দক্ষিণ আফ্রিকা সফরে শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়ে প্রথম আনঅফিসিয়াল টেস্টে ৩ উইকেট নিয়েছেন তিনি।
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী বৃহস্পতিবার শুরু হবে দ্বিতীয় টেস্ট।