টি-টোয়েন্টি বিশ্বকাপ
শ্রীলঙ্কার সংসদে এমন অভিযোগ তুলেছেন দেশটির বিরোধী দলের নেতা সাজিথ প্রেমাদাসা।
Published : 05 Jun 2024, 04:17 PM
টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যবস্থাপনা নিয়ে শ্রীলঙ্কার ক্রিকেটারদের অসন্তোষ প্রকাশের পর বিষয়টি উঠে এসেছে দেশটির সংসদেও। সেখানে আইসিসির কড়া সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা। তার মতে, লঙ্কানদের সঙ্গে সৎ মায়ের মতো আচরণ করছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা।
বিশ্বকাপে লজিস্টিক ও ম্যাচের সূচি নিয়ে খুবই ঝামেলায় পড়েছে লঙ্কান দল। প্রেমাদাসা মনে করেন, এর প্রভাব ফেলছে ওয়ানিন্দু হাসারাঙ্গাদের খেলায়।
গত সোমবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটে হেরে শুরু হয় শ্রীলঙ্কার বিশ্বকাপ। ওই ম্যাচের পর আইসিসির ব্যবস্থাপনা নিয়ে প্রকাশ্যে অভিযোগ তোলেন লঙ্কান অধিনায়ক হাসারাঙ্গা ও দলের রহস্য স্পিনার মাহিশ থিকশানা।
শ্রীলঙ্কার প্রথম ম্যাচের ভেন্যু নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে প্রায় দেড় ঘণ্টা দূরের একটি হোটেলে। ওই ম্যাচ শেষেই তাদের আবার ছুটতে হয়েছে বিমানবন্দরে। বাংলাদেশের বিপক্ষে দলটির পরের ম্যাচ যে ডালাসে।
এবারের বিশ্বকাপে ২০ দলের মধ্যে শুধু দুটি দল প্রথম রাউন্ডে নিজেদের চার ম্যাচ খেলবে ভিন্ন চার ভেন্যুতে। এর একটি শ্রীলঙ্কা, অন্যটি নেদারল্যান্ডস। এই ব্যস্ত সূচি, আবাসন ব্যবস্থা ও ভ্রমণের ভোগান্তি নিয়ে তাই সরাসরিই অসন্তোষ জানান হাসারাঙ্গা, থিকশানারা।
ব্যস্ত সূচির কারণে দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগের দিন নিজেদের অনুশীলন বাতিল করতে বাধ্য হয় শ্রীলঙ্কা। হোটেলের দূরত্ব অনেক বেশি হওয়ায় ম্যাচের দিনও ভোর ৫টার কাছাকাছি সময়ে ঘুম থেকে উঠে মাঠের জন্য রওনা হতে হয়েছে দলটিকে। সংসদে এসব সমস্যার কথা তুলে ধরে আইসিসির এক হাত নেন প্রেমাদাসা।
“কেবল আমাদের দলের জন্য কেন এমন সৎ মায়ের মতো আচরণ? প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না দিলে আমরা জয় আশা করতে পারি না। এটি তাদের ফলাফলকে প্রভাবিত করবে।”
আইসিসির এসব ‘অন্যায্য’ কার্যকলাপ দেখার জন্য শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রীকে আহ্বান জানিয়েছেন প্রেমাদাসা।
আগামী শনিবার বাংলাদেশের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে শ্রীলঙ্কা।