শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টে ১৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে সিরিজ জেতানোর নায়ক ম্যাথু কুনেমান পেশাদার ক্যারিয়ারে প্রথমবার পেলেন এত বড় ধাক্কা।
Published : 12 Feb 2025, 11:10 AM
সিরিজ জয় ও অসাধারণ বোলিংয়ের রেশ এখনও হয়নি শেষ। ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছিলেন ম্যাথু কুনেমান। সেই আনন্দের জোয়ারেই এবার বিষাদের স্রোত। বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়েছে অস্ট্রেলিয়ার এই বাঁহাতি স্পিনারের।
গলে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে কুনেমানের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন দুই আম্পায়ার আড্রিয়ান হোল্ডস্টক ও জোয়েল উইলসন। এখন আইসিসি অনুমোদিত কোনো ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে ২৮ বছর বয়সী স্পিনারকে।
পরীক্ষার ফল না আসা পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে বোলিং করে যেতে পারবেন কুনেমান। পরীক্ষায় উতরে গেলে তো সমস্যাই নাই। তবে উতরাতে না পারলে বোলিংয়ে নিষিদ্ধ হবেন তিনি। তখন অ্যাকশন শুধরে আবার পরীক্ষা দিয়ে উতরাতে পারলেই কেবল বোলিং করতে পারবেন আবার।
অস্ট্রেলিয়ার হয়ে এখনও পর্যন্ত পাঁচটি টেস্ট ও চারটি ওয়ানডে খেলেছেন কুনেমান। স্বীকৃত ক্রিকেটে তিনি খেলছেন ২০১৭ সাল থেকে। এখনও পর্যন্ত তিন সংস্করণ মিলিয়ে খেলেছেন ১২৪ ম্যাচ। কিন্তু তার বোলিং অ্যাকশ প্রশ্নবিদ্ধ হলো প্রথমবার।
শ্রীলঙ্কায় সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার সফলতম বোলার ছিলেন কুনেমান। গলে প্রথম টেস্টে ৯ উইকেট শিকার করেন তিনি, পরের টেস্টে ৭টি।
এই সিরিজে তার খেলা নিয়ে সংশয় ছিল প্রবল। জানুয়ারির মাঝামাঝি আঙুলে চোট পেয়েছিলেন তিনি বিগ ব্যাশের ম্যাচে। সময়ের সঙ্গে যুদ্ধ করে শ্রীলঙ্কা সফরের জন্য ফিট হয়ে ওঠেন তিনি। অসাধারণ পারফরম্যান্সের তৃপ্তি নিয়ে ফেরেন দেশে। কিন্তু এরপরই এই সংশয়ের কালো থাবা।