প্রথম টেস্টে লড়িয়ে ব্যাটিং করা জাকের আলি বললেন, নিজেদের ভুলেই বাংলাদেশ বেশির ভাগ সময় হারে।
Published : 26 Apr 2025, 08:44 PM
প্রশ্নটি ছিল বেশ লম্বা। জাকের আলি উত্তর দিলেন ছোট্ট করে। তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে বাংলাদেশ প্রায়ই হারলেও, শক্তিশালী দলগুলোর সঙ্গে জয় তেমন দেখা যায় না- এই প্রসঙ্গে জাকেরের সহজ স্বীকারোক্তি, 'যেহেতু ভুল করি, এজন্য হারি।' অন্য প্রশ্নে তিনি বললেন, 'যে কোনো দলের সঙ্গেই হারা যায়…।'
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটসম্যানদের ব্যর্থতার ভিড়ে ব্যতিক্রম ছিলেন জাকের। দুই ইনিংসেই শেষ দিকের লড়াইয়ে দলের স্কোর বাড়ান উইকেটরক্ষক-ব্যাটসম্যান। তবে বাকিদের ব্যাটিং ভালো না হওয়ায় পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়।
সিরিজ শুরুর আগেই অবশ্য এমন শঙ্কার কথা বারবার বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, প্রধান কোচ ফিল সিমন্স। শক্তি-সামর্থ্য বা অভিজ্ঞতার বিচারে অনেক পিছিয়ে থাকার পরও জিম্বাবুয়ের বিপক্ষে জোর দিয়ে জয়ের কথা বলেননি তারা। উল্টো জিম্বাবুয়ের বিপক্ষেও দক্ষিণ আফ্রিকা বা অস্ট্রেলিয়ার মতো একইভাবে খেলার পরিকল্পনা জানান শান্ত।
মাঠের লড়াইয়ে ৩ উইকেটে জিতে জিম্বাবুয়েও যেন শান্ত-সিমন্সদের শঙ্কাই সত্যি প্রমাণ করেছে। তুলনামূলক দুর্বল কোনো দলের বিপক্ষে এটিই বাংলাদেশের প্রথম পরাজয় নয়। বরং প্রায় নিয়মিতই দেখা যায় এই চিত্র।
চট্টগ্রামে শনিবারের অনুশীলন শুরুর আগে সংবাদ সম্মেলন শুরুর আগে তাই জাকেরের কাছে জানতে চাওয়া হয়, দুর্বল দলগুলোর বিপক্ষে এত বেশি হারলেও, বাংলাদেশ কেন শক্তিশালী দলগুলোকে নিয়মিত হারাতে পারে না।
উত্তরে কোনো ব্যাখ্যা-বিশ্লেষণের পথে হাঁটেননি ২৭ বছর বয়সী ব্যাটসম্যান, 'আমরা যেহেতু ভুল করি, এজন্য আমরা হারি। সিম্পল ব্যাপার।'
সিলেট টেস্টে পরাজয়ের পরদিন দীর্ঘ আলোচনায় বসেন ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা। ব্যাটিং ব্যর্থতায় হেরে যাওয়ায় আলোচনার বড় অংশ জুড়েই ছিল ব্যাটসম্যানদের ফর্মে ফেরার গুরুত্বের কথা।
ঘুরে দাঁড়ানোর অভিযানে চট্টগ্রামে এসে ব্যাটিং বিভাগের ভালো করার দিকেই জোর দিলেন জাকের।
“প্রথম টেস্টটা আমাদের পক্ষে আসেনি। তবে আমরা আমাদের প্রক্রিয়াতেই আছি। ম্যাচের পর আমাদের ভালো আলোচনা হয়েছে। অবশ্যই ব্যাটিংয়ের জন্যই ম্যাচে ভুগতে হয়েছে। মনোযোগ থাকবে যেন ব্যাটিংটা ভালো হয়। কারণ বেশিরভাগ ম্যাচে ব্যাটিং খারাপ হওয়ার কারণে আমরা ভুগি। তাই এটি নিয়েই আমাদের মূল মনোযোগ।”
প্রায় চার বছর ধরে টেস্ট না জেতা দলের সঙ্গে হার ছিল বাংলাদেশের জন্য বড় ধাক্কা। তবে ম্যাচ শেষে শান্ত বলেছিলেন, অনেক বেশি হতাশ নন তারা। অনেকটা একই সুর জাকেরের কণ্ঠেও। ঘুরে দাঁড়াতে ব্যাটসম্যানদের ভালো করার তাগিদ দিলেন তিনি।
“হারা তো আসলে যে কারও সঙ্গেই হারা যায়। তবে আমার মনে হয়, প্রতিপক্ষ যারাই হোক আমাদের প্রক্রিয়া একইরকম থাকা উচিত। ব্যাটিং নিয়েই মূলত বলছি কারণ এর কারণেই আমাদের ভুগতে হয়েছে।”
“সবসময় তো বোলাররা জেতাবে না। বেশিরভাগ সময় বোলাররাই জেতায়। আমরা চাইব, ব্যাটিংয়ে সবাই যেন নিজেদের সেরা পারফরম্যান্স করে এবং আমরা সহজে জিততে পারি।”