দারুণ সাফল্য এনে দেওয়া কোচের মেয়াদ আরও এক দফায় বাড়িয়েছে আফগানিস্তান।
Published : 10 Dec 2024, 10:28 AM
সাফল্যের পুরস্কার পেলেন জোনাথান ট্রট। কিংবা, দারুণ সাফল্য এনে দেওয়া কোচকে ধরে রাখার স্বস্তি পেল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। যেভাবেই বলা হোক, মূল ব্যাপার এটিই যে, আফগানিস্তান ও ট্রটের বন্ধন ছিন্ন হচ্ছে না এখনই।
প্রধান কোচের সঙ্গে চুক্তির মেয়াদ আরও এক দফায় বাড়িয়েছে আফগানরা। ২০২৫ সালের শেষ পর্যন্ত দায়িত্বে থাকছেন সাবেক এই ইংলিশ ব্যাটসম্যান।
২০২২ সালের জুলাইয়ে দেড় বছরের চুক্তিতে আফগানিস্তানের দায়িত্ব নেন ট্রট। সাফল্যময় সময় পেরিয়ে মেয়াদ শেষে এক বছরের জন্য বাড়ানো হয় মেয়াদ। এবার আরেক দফায় এক বছরের জন্য নবায়ন করা হলো চুক্তি।
আফগান ক্রিকেটের চমকজাগানিয়া উত্থানের গল্পে এই বছরও যোগ হয়েছে গৌরবময় সব অধ্যায়। বৈশ্বিক আসরে প্রথমবার সেমি-ফাইনালের খেলার যোগ্যতা অর্জন করে তারা গত টি-টোয়েন্টি বিশ্বকাপে। গ্রুপ পর্বে নিউ জিল্যান্ডকে হারানোর পর সেই আসরে সুপার এইটে তারা হারায় অস্ট্রেলিয়া ও বাংলাদেশকে।
ওয়ানডেতে এ বছর আফগানরা টানা তিন ওয়ানডে সিরিজ জিতেছে আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে। শুধু টেস্ট ক্রিকেটে তাদের পারফরম্যান্স ভালো ছিল না। দুটি টেস্ট খেলে দুটিই হেরেছে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে।
আফগানগানদের পরবর্তী বড় আসর আগামী ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি। যে আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দারুণ পারফর্ম করে। ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দলকে হারিয়ে ওই আসরে পয়েন্ট তালিকায় ছয় নম্বরে ছিল আফগানরা।
নতুন মেয়াদের ট্রটের প্রথম সিরিজ জিম্বাবুয়েতে। জানুয়ারিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে আফগানরা। এই সফরে অবশ্য শুধু ওয়ানডে সিরিজে দলের সঙ্গে থাকবেন ট্রট। ৪৩ বছর বয়সী এই কোচ ব্যক্তিগত কারণে থাকতে পারবেন না অন্য সংস্করণে। সেখানে ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব পালন করবেন হামিদ হাসান, সহকারী কোচ থাকবেন সাবেক অধিনায়ক নাওরোজ মাঙ্গাল।
ইংল্যান্ডের হয়ে ৫২ টেস্ট ও ৬৮ ওয়ানডে খেলা ব্যাটসম্যান ট্রট প্রধান কোচের দায়িত্ব প্রথমবার পালন করছেন আফগানিস্তানেই। এর আগে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের পরামর্শক ছিলেন তিনি।