চ্যাম্পিয়ন্স ট্রফি
পিসিবির সঙ্গে ঝামেলায় জড়ানো ফাখার জামানও ডাক পেয়েছেন বৈশ্বিক আসরের দলে।
Published : 31 Jan 2025, 10:34 PM
জাতীয় দলে ফাহিম আশরাফের জায়গা হয় না এক বছরেরও বেশি সময় ধরে। চলতি বিপিএলে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সে নির্বাচকদের নজর কেড়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার। তাকে রেখে চ্যাম্পিয়ন্স ট্রফির দল সাজিয়েছে পাকিস্তান।
বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ব্যাট-বলে আলো ছড়িয়ে জাতীয় দলে ফিরেছেন স্পিনিং অলরাউন্ডার খুশদিল শাহ। পিসিবির সঙ্গে ঝামেলায় জড়ানো ফাখার জামানও ডাক পেয়েছেন বৈশ্বিক আসরের দলে।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য শুক্রবার ১৫ সদস্যের দল দিয়েছে পাকিস্তান। জায়গা হয়েছে ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা কিপার-ব্যাটসম্যান উসমান খানের। বিপিএলে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে ৩৫.৬২ গড় ও ১৬৭.৬৪ স্ট্রাইক রেটে ২৮৫ রান করেছেন চিটাগং কিংসের এই ব্যাটসম্যান। সেঞ্চুরি একটি, ফিফটি দুটি।
চলতি বিপিএলে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে দ্বিতীয় সর্বোচ্চ ২০ উইকেট ফাহিমের। বরিশালের এই ক্রিকেটারের ক্যারিয়ার সেরা বোলিং ৭ রানে ৫ উইকেট, সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে। ওভার প্রতি তিনি রান দিয়েছেন ৭.১২।
পাকিস্তানের হয়ে ফাহিম সবশেষ খেলে টেস্টে, ২০২৩ সালের ডিসেম্বরে। ৩৪ ওয়ানডে সবশেষটি ওই বছরের সেপ্টেম্বরে। এবার চ্যাম্পিয়ন্স লিগ দিয়ে আবারও দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তিনি।
ক্যারিয়ারে ১০ ওয়ানডের সবশেষটি খুশদিল খেলেন ২০২২ সালের অগাস্টে। পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে তাকে সবশেষ দেখা গেছে ২০২৩ সালের অক্টোবরে, টি-টোয়েন্টিতে।
চলতি বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ধারাবাহিকভাবে ভালো খেলে যাচ্ছেন তিনি। ১০ ম্যাচে ৫৯.৬০ গড় ও ১৭৫.২৯ স্ট্রাইক রেটে করেছেন ২৯৮ রান। নামের পাশে ফিফটি দুটি। বাঁহাতি স্পিনে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ ১৭ উইকেট তার। ওভারপ্রতি দিয়েছেন ছয়ের একটু বেশি রান।
গত অক্টোবরে বাবর আজমকে বাদ দেওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে প্রকাশ্যে সমালোচনা করেন ফাখার। যা ভালোভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পরে বাঁহাতি এই ব্যাটসম্যানকে কেন্দ্রীয় চুক্তিতেও রাখা হয়নি।
তবে ৮২ ওয়ানডে খেলা বিস্ফোরক ওপেনারকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ফেরাল তারা। এই সংস্করণে সবশেষ খেলেন তিনি ২০২৩ সালের নভেম্বরে, বিশ্বকাপে।
দক্ষিণ আফ্রিকা সফরে অ্যাঙ্কেল মচকে যাওয়া সাইম আইয়ুবকে বৈশ্বিক এই টুর্নামেন্টে পাচ্ছে না পাকিস্তান। সবশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন আবদুল্লাহ শাফিক, ইরফান খান, সুফিয়ান মুকিম।
পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। করাচিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে আগামী ১৯ ফেব্রুয়ারি টুর্নামেন্টে পথচলা শুরু করবে সবশেষ আসরের চ্যাম্পিয়নরা।
চ্যাম্পিয়ন্স ট্রফির পাকিস্তান দল: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), বাবর আজম, ফাখার জামান, কামরান গুলাম, সাউদ শাকিল, তৈয়ব তাহির, ফাহিম আশরাফ, খুশদিল শাহ, সালমান আলি আগা (সহ-অধিনায়ক), উসমান খান, আবরার আহমেদ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি।