প্রথম ক্রিকেটার হিসেবে উইমেন’স ওয়ানডেতে এক পঞ্জিকাবর্ষে চারটি সেঞ্চুরি করলেন ভারতের তারকা ব্যাটার।
Published : 11 Dec 2024, 07:53 PM
৯৮ থেকে অ্যালানা কিংয়ের বল লেগ সাইডে খেলে দ্বিতীয় রান পূর্ণ করার আগেই হাত উঁচিয়ে উদযাপন শুরু করলেন স্মৃতি মান্ধানা। উঁচিয়ে ধরলেন হেলমেট ও ব্যাট। খুব পরিচিত এক দৃশ্য। এই বছরে আরও একটি সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে নাম লেখালেন ভারতের তারকা ব্যাটার।
পার্থের ওয়াকায় বুধবার অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে রান তাড়ায় ১৪ চার ও এক ছক্কায় ১০৯ বলে ১০৫ রানের ইনিংস খেলেন মান্ধানা।
চলতি বছরে এই সংস্করণে ১০ ম্যাচে তার চতুর্থ সেঞ্চুরি এটি। প্রথম ক্রিকেটার হিসেবে উইমেন’স ওয়ানডেতে এক পঞ্জিকাবর্ষে চারটি সেঞ্চুরির কীর্তি গড়লেন তিনি। তিনটি করে সেঞ্চুরি আছে সাত জনের।
ছেলেদের ওয়ানডেতে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ৯ সেঞ্চুরির বিশ্বরেকর্ড ভারতীয় কিংবদন্তি সাচিন টেন্ডুলকারের।
গত জুনে দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা দুই সেঞ্চুরির পরের ম্যাচে ৯০ রানে আউট হন মান্ধানা। অক্টোবরে ঘরের মাঠেই আরেকটি সেঞ্চুরি করেন নিউ জিল্যান্ডের বিপক্ষে।
এবার অস্ট্রেলিয়া সফরে ব্রিজবেনে প্রথম দুই ম্যাচে বাঁহাতি এই ওপেনার আউট হন দুই অঙ্ক ছোঁয়ার আগেই। শেষ ম্যাচে স্বরূপে ফিরে উপহার দিলেন রেকর্ড-গড়া সেঞ্চুরি।
উপলক্ষটা অবশ্য জয়ে রাঙানো হয়নি তার। ২৯৯ রানের লক্ষ্য তাড়ায় ৮৩ রানে হেরে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশড হয়েছে ভারত।
এই সংস্করণে সব মিলিয়ে মান্ধানার সেঞ্চুরি হলো ৯টি। উইমেন’স ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডের তালিকায় এখন যৌথভাবে চারে আছেন তিনি। যেখানে তার সঙ্গী ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডস, ন্যাট সিভার-ব্রান্ট ও শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু।
১০ সেঞ্চুরি নিয়ে তিনে আছেন ইংল্যান্ডের ট্যামি বাউমন্ট। নিউ জিল্যান্ডের সুজি বেটস ১৩ সেঞ্চুরি করে আছেন দুইয়ে। ১৫ সেঞ্চুরি নিয়ে চূড়ায় অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মেগ ল্যানিং।