বোর্ডার-গাভাস্কার ট্রফি
ভারতীয় পেসারের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার পেস বোলিং গ্রেট গ্লেন ম্যাকগ্রা।
Published : 01 Jan 2025, 09:06 PM
অস্ট্রেলিয়া সফরে এখন পর্যন্ত দ্বিতীয় সেরা দল হয়ে আছে ভারত। তবে লড়াইটা ভালোই করছে তারা। যা সম্ভব হচ্ছে মূলত জাসপ্রিত বুমরাহর দুর্দান্ত বোলিংয়ের কারণে। অস্ট্রেলিয়ার বোলিং গ্রেট গ্লেন ম্যাকগ্রার মতে, বুমরাহ না থাকলে এই সিরিজ একপেশে হতো।
চলমান বোর্ডার-গাভাস্কার সিরিজের চার ম্যাচ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। সিডনিতে দুই দলের পঞ্চম ও শেষ ম্যাচ শুরু আগামী শুক্রবার।
এই মুহূর্তে পিছিয়ে থাকলেও সফরের শুরুটা কিন্তু দারুণ ছিল ভারতের। পার্থে প্রথম ম্যাচে স্বাগতিকদের রীতিমত উড়িয়ে সিরিজে পথচলা শুরু করে তারা। রোহিত শার্মার অনুপস্থিতিতে ম্যাচটিতে সফরকারীদের নেতৃত্ব দেন বুমরাহ। চমৎকার অধিনায়কত্বের পাশাপাশি অসাধারণ বোলিংয়ে দলের জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন তিনিই।
২৯৫ রানে জেতা ম্যাচে এক ইনিংসে ৫টিসহ ৮ উইকেট নেন বুমরাহ। অ্যাডিলেইডে হেরে যাওয়া দিবা-রাত্রির টেস্টে তার শিকার ৪ উইকেট। পরে ব্রিজবেনে ড্র হওয়া ম্যাচে এক ইনিংসে ৬টিসহ নেন মোট ৯ উইকেট। আর হেরে যাওয়া মেলবোর্ন টেস্টে তার শিকার ৯ উইকেট, দ্বিতীয় ইনিংসে নেন ৫টি।
সিরিজে সব মিলিয়ে এখন পর্যন্ত ৪ ম্যাচে ৩০ উইকেট নিয়েছেন বুমরাহ। তার ধারেকাছেও নেই কেউ। সমান ম্যাচ খেলে ২০ উইকেট স্বাগতিক অধিনায়ক প্যাট কামিন্সের।
চলতি সিরিজে বুমরাহর প্রভাববিস্তারি বোলিংয়ের প্রশংসা করেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ও সাবেক কোচ ড্যারেন লিম্যান। এবার সিডনিতে সংবাদ সম্মেলনে ভারতীয় পেসারকে স্তুতির জোয়ারে ভাসান ম্যাকগ্রা।
“সে ভারতীয় দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্যদের একজন এবং তাকে ছাড়া সিরিজটি আরও একপেশে হতে পারত। সে যা করে, তা বিশেষ কিছু। ভয়ঙ্কর এক তরুণ, যে মানিয়ে নেওয়ার পথ খুঁজে পেয়েছে। শেষ কয়েক ধাপে সে যেভাবে বোলিংয়ে শক্তি যোগ করে, তা সত্যিই অবিশ্বাস্য।”
২০২৪ সালটা দুর্দান্ত কেটেছে বুমরাহর। ১৩ টেস্টে ৭১ উইকেট নিয়ে আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন তিনি। র্যাঙ্কিংয়ে ভারতের ইতিহাসে সর্বোচ্চ ৯০৭ রেটিং পয়েন্ট নিয়ে আছেন শীর্ষে।