রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ থেকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সরে গেলে আসরটি আয়োজন করতে চায় জিম্বাবুয়ে।
Published : 17 Aug 2024, 10:39 AM
এই বছরের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে সম্ভাব্য বিকল্প দেশের তালিকায় নতুন সংযোজন জিম্বাবুয়ে। বাংলাদেশ থেকে সরে গেলে আসরটি আয়োজন করতে প্রবল আগ্রহ প্রকাশ করেছে ক্রিকেট জিম্বাবুয়ে।
আগামী অক্টোবরে অনুষ্ঠেয় বিশ্বকাপের স্বাগতিক দেশ বাংলাদেশ। তবে শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলন থেকে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা এবং ক্রিকেট বোর্ডের অস্থিতিশীলতার কারণে টুর্নামেন্টটি এখন ঘোরতর অনিশ্চয়তায়।
বাংলাদেশ থেকে সরে গেলে আপাতত স্বাগতিক হওয়ার সম্ভাব্য লড়াইয়ে আছে সংযুক্ত আরব আমিরাত ও জিম্বাবুয়ে। দুই দেশের কোনোটিই এই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। তারা টুর্নামেন্ট আয়োজনে আগ্রহের কথা আইসিসিকে জানিয়েছে।
আইসিসি যদিও শুরুতে প্রস্তাব দিয়েছিল ভারতকে। তবে ভারতীয় বোর্ডের সচিব জয় শাহ জানিয়েছেন, ওই সময়ের সম্ভাব্য বৃষ্টির মৌসুমের কথা ভেবে তারা প্রস্তাবে রাজি হননি। তাছাড়া আগামী বছর নারী ওয়ানডে বিশ্বকাপও আয়োজন করবে তারা। বৃষ্টির কারণেই শেষ পর্যন্ত স্বাগতিক হওয়ার লড়াইয়ে পিছিয়ে পড়েছে শ্রীলঙ্কা।
শেষ মুহূর্তে লড়াইয়ে যোগ দেওয়া জিম্বাবুয়েই আপাতত এখন সম্ভাবনায় এগিয়ে বলে ধারণা করা হচ্ছে। অক্টোবরে সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। জিম্বাবুয়ের মাঠগুলোতে দর্শক অনেক বেশি হওয়ার কথা সংযুক্ত আরব আমিরাতের চেয়ে। বিশেষ করে, স্কুলের ছাত্রছাত্রীদের মাঠে আনার ব্যবস্থা করা যাবে সেখানে। সবচেয়ে জরুরি যেটা, জিম্বাবুয়েতে আসরটি আয়োজনে খরচ হবে আমিরাতের চেয়ে বেশ কম।
দক্ষিণ আফ্রিকা ও কেনিয়ার সঙ্গে যৌথভাবে ২০০৩ ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের পর দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট আসর আয়োজন করেনি জিম্বাবুয়ে। রবার্ট মুগাবে সরকারের সময় গোটা বিশ্ব থেকে নিজেদের অনেকটা আড়ালেই রেখেছিল তারা। টেস্ট ক্রিকেট থেকে ৬ বছরের স্বেচ্ছা বিরতিও নিয়েছিল তারা তখন।
পরে আস্তে আস্তে আন্তর্জাতিক ক্রিকেটে তারা নিয়মিত হতে শুরু করেছে। সবশেষ দুটি ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব তারা আয়োজন করেছে। ২০২৬ সালে নামিবিয়ার সঙ্গে যৌথভাবে তারা আয়োজন করবে ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্ববকাপ। নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে যৌথভাবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের স্বাগতিকও তারা।
ওই দুটি আসর আসতে আসতে নতুন দুটি আন্তর্জাতিক ভেন্যু চালু করবে জিম্বাবুয়ে। একটি ভিক্টোরিয়া ফলসে, আরেকটি মুতারেতে। আপাতত এবারের নারী বিশ্বকাপের জন্য তাদের ভেন্যু থাকবে হারারে স্পোর্টস ক্লাব ও বুলাওয়ায়ো কুইন্স স্পোর্টস ক্লাব।
বাংলাদেশে টুর্নামেন্ট থাকছে নাকি জিম্বাবুয়ে বা আমিরাতে চলে যাচ্ছে, এই সিদ্ধান্ত হতে পারে আগামী বৃহস্পতিবারের মধ্যেই।