দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ালেও যে কোনো সময় জাতীয় দলে খেলতে তৈরি থাকবেন বলে জানালেন তাব্রেইজ শামসি।
Published : 03 Oct 2024, 05:50 PM
নিজ দেশের ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ালেন তাব্রেইজ শামসি। সামনে থাকা সুযোগগুলো কাজে লাগাতে ও পরিবারকে সম্ভাব্য সেরা উপায়ে দেখভালের জন্য এই সিদ্ধান্ত নিলেন প্রোটিয়া বাঁহাতি রিস্ট স্পিনার।
আনুষ্ঠানিক বিবৃতিতে বৃহস্পতিবার এই খবর জানিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। মুক্ত হয়ে যাওয়ায় এখন বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি লিগে আরও বেশি খেলতে পারবেন শামসি। তবে জাতীয় দলের হয়ে খেলতে সবসময়ই তৈরি থাকবেন বলে জানিয়েছেন ৩৪ বছর বয়সী স্পিনার।
"ঘরোয়া মৌসুমে আরও স্বাধীন থাকার জন্য আমি কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এতে আমার সামনে থাকা আরও সুযোগ গ্রহণ করতে পারব এবং সম্ভাব্য সেরা উপায়ে নিজের পরিবারের দেখভাল করতে পারব।"
"প্রোটিয়া জার্সিতে খেলার ক্ষেত্রে আমার এই সিদ্ধান্তের কোনো প্রভাব পড়বে না। যখনই প্রয়োজন পড়বে, আমি নিজ দেশের জন্য খেলতে প্রস্তুত থাকব। দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপ জেতা আমার সবসময়ের স্বপ্ন। দেশের হয়ে খেলার চেয়ে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ কখনও বড় হবে না।"
গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সবশেষ দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেন শামসি। চলতি সংযুক্ত আরব আমিরাত সফরে দলের সঙ্গে নেই তিনি। শামসিসহ বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটারকে বিশ্রাম দিয়েই আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলছে প্রোটিয়ারা।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে শামসির চুক্তি থেকে সরে যাওয়ার বেশ কয়েকটি কারণ বলা হয়েছে।
চলতি বছরের শুরুতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চলাকালে দক্ষিণ আফ্রিকা ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে দেশে ফেরত নেওয়া হয়েছিল শামসিকে। যে কারণে করাচি কিংসের হয়ে দশটির মধ্যে মাত্র ৪টি ম্যাচ খেলতে পেরেছেন তিনি। তাই বাকি ম্যাচগুলোর পারিশ্রমিক পাননি তিনি।
আবার গত মাসে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) চলাকালে সিএসএ-র বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্যও দেশে ডেকে নেওয়া হয় শামসিকে। এক রাতের ওই আয়োজনের জন্য যাওয়া-আসা মিলিয়ে সেন্ট লুসিয়া ও কিটসের ৩টি ম্যাচ খেলা হয়নি তার। সেখানেও হারান বড় অঙ্কের পারিশ্রমিক।
২০২৫ সালে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট হওয়ার কথা ১৫ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত। একই সময়ে চলবে পিএসএল। বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকলে পিএসএল বাদ দিয়ে ঘরোয়া টুর্নামেন্ট খেলতে বাধ্য হবেন শামসি। তাই ক্রিকইনফোর ধারণা, আগেভাগে সরে দাঁড়ালেন বাঁহাতি স্পিনার।
শামসির আগে চলতি বছর গতিময় পেসার আনরিক নরকিয়াও দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন। তখন ফিটনেস সমস্যার পাশাপাশি আরও বেশি টি-টোয়েন্টি লিগ খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেন নরকিয়া।