Published : 05 Jun 2024, 05:20 PM
আগের মালিক গ্রেপ্তারের দুই সপ্তাহের ব্যবধানে নতুন মালিকানায় গেল লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) দল ডাম্বুলা। লস অ্যাঞ্জেলসের সেকুইয়া কনসালটেন্টস নামের একটি প্রকৌশল পরামর্শক সংস্থা নিল এই মালিকানা।
গত মাসের শেষ সপ্তাহে ডাম্বুলা থান্ডার্সের তখনকার মালিক তামিম রহমানকে ক্রীড়া আইনের আওতায় গ্রেপ্তার করে পুলিশ। এখন নতুন মালিকানায় দলটির নাম হবে ডাম্বুলা সিক্সার্স।
শ্রীলঙ্কার ঘরোয়া টি-টোয়েন্টি লিগের আসছে আসরে ডাম্বুলার হয়েই খেলার কথা মুস্তাফিজুর রহমানের। নিলামের আগে বাংলাদেশের বাঁহাতি পেসারের সঙ্গে সরাসরি চুক্তি করেছিল ফ্র্যাঞ্চাইজিটি।
নতুন মালিকানা সেকুইয়া কনসালটেন্টস কিনলেও শ্রীলঙ্কার লিগের দলটি পরিচালনা করবে ডি সিলভা হোল্ডিংস নামের একটি স্থানীয় প্রতিষ্ঠান। এর মালিক প্রিয়াঙ্গা ডি সিলভা বলেছেন, 'ক্রিকেটের সঙ্গে জড়িত থাকার জন্যই প্রতিষ্ঠানটি চালু করা হয়েছে।'
আগামী ১ জুলাই শুরু হওয়ার কথা এলপিএলের এবারের আসর। ডাম্বুলার নতুন মালিকপক্ষ তাই সব গুছিয়ে নেওয়ার জন্য তিন সপ্তাহের কাছাকাছি সময় পাচ্ছে।