পাকিস্তান শাহিনসের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের দ্বিতীয় চার দিনের ম্যাচ ড্র হয়েছে।
Published : 23 Aug 2024, 09:31 PM
আগের দিনের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস আরও বড় করলেন জাকের আলি। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে পাকিস্তান সফরে গিয়ে খেললেন প্রথম শ্রেণিতে ক্যারিয়ার সেরা ইনিংস। পরে ব্যাট হাতে জবাবটা ভালোই দিলেন পাকিস্তান শাহিনসের (এ দল) ওপেনার আলি জারিয়াব। ‘রিটায়ার্ড আউট’ হয়ে মাঠ ছাড়ার আগে করলেন দারুণ এক শতক।
বৃষ্টিতে প্রথম দুই দিন ভেসে যাওয়ায় ইসলামাবাদে দুই দলের দ্বিতীয় চার দিনের ম্যাচটি ড্র হওয়া একরকম নিশ্চিতই ছিল। শেষ পর্যন্ত হলোও তাই। ৯ উইকেটে ৪০৪ রান করে বাংলাদেশ ‘এ’ দল শেষ দিনে ইনিংস ঘোষণা করলে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ২৮১ রান করে পাকিস্তান শাহিনস। প্রথম ম্যাচও ড্র হয়েছিল।
১৩৬ রান নিয়ে শুক্রবার খেলতে নামা জাকেরের চমৎকার ইনিংসটি থামে ১৭২ রানে। ৫ ছক্কার সঙ্গে ১৭ চার মারেন তিনি। প্রথম শ্রেণিতে তার আগের সেরা ছিল অপরাজিত ১৩৮।
ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরিতে জারিয়াব করেন ১১৭ রান। তার ১৩২ বলের ইনিংসটি গড়া ১ ছক্কা ও ১৭ চারে। ৫৩ রান করে অপরাজিত থাকেন শারুন সিরাজ।
ইসলামাবাদে ৬ উইকেটে ৩৪৬ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা বাংলাদেশ ‘এ’ দল কয়েক ওভার পর তানজিম হাসানকে হারিয়ে ফেলে। দ্রুত বিদায় নেন তাসকিন আহমেদও। জাকের আলি ফেরার কিছুক্ষণ পর ইনিংস ঘোষণা করে দেয় সফরকারীরা।
এদিন বাংলাদেশ ‘এ’ দলের পড়া তিনটি উইকেটই নেন লেগ স্পিনার আবরার আহমেদ। ম্যাচে তার মোট শিকার চারটি।
বাংলাদেশ ‘এ’ দলের বোলিংয়ের শুরুটা হয় দুর্দান্ত। প্রথম বলেই পাকিস্তান টেস্ট দল থেকে বাদ পড়া ইমাম-উল-হাককে বিদায় করে দেন তাসকিন। এলবিডব্লিউ হয়ে গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান ইমাম।
এরপর কামরান গুলামকে নিয়ে ৬০ রানের জুটি গড়েন জারিয়াব। কামরান ৩৪ রান করে ফিরলে সাদ খানকে নিয়ে নিয়ে দলের রান বাড়ান তিনি। তাদের জুটিতে রান আসে ৮২। সাদ করেন ৩৭ রান।
সেঞ্চুরির পর উঠে যান জারিয়াব। পরে সিরাজ করেন ফিফটি। তার ৭৯ বলের ইনিংসে ১ ছক্কার সঙ্গে আছে ৭টি চার। ৬ চারে ৩৬ রান করে অপরাজিত থাকেন কাসিম আকরাম।
পাকিস্তান শাহিনসের বিপক্ষে এখন তিনটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটি তিনটি হবে আগামী সোম, বুধ ও শুক্রবার।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ‘এ’ দল ১ম ইনিংস: ১১৩.২ ওভারে ৪০৪/৯ ডিক্লে. (আগের দিন ৩৪৬/৬) (জাকের ১৭২, তানজিম ১০, তাসকিন ৪, মুরাদ ৬*, রুবেল ২*; মুদাসসার ১৫-০-৭৫-২, নিয়াজ ১৮-২-৮৩-০, আবরার ৩৬-৬-১০৩-৪, মেহরান ২৭.২-৮-৮১-২, কাসিম ১১-৩-৩৭-০, কামরান ৬-১-১৯-০)
পাকিস্তান শাহিনস ১ম ইনিংস: ৬৫ ওভারে ২৮১/৪ (ইমাম ০, জারিয়াব ১১৭, কামরান ৩৪, সাদ ৩৭, সিরাজ ৫৩*, কাসিম ৩৬*; ১৫-১-৫৬-১, রুবেল ১৪-০-৭৫-১, তানজিম ১২-২-৪০-১, হৃদয় ১-০-১১-০, সাইফ ৮-১-৩১-০, মুরাদ ১৫-১-৬৬-০)
ফল: ম্যাচ ড্র