টি-টোয়েন্টি বিশ্বকাপ
টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে চার ধাপ অবনতি হয়েছে সাকিব আল হাসানের, বোলারদের তালিকায় মুস্তাফিজুর রহমান আছেন ত্রয়োদশ স্থানে।
Published : 12 Jun 2024, 03:44 PM
টি-টোয়েন্টি বিশ্বকাপে সময়টা একদমই ভালো যাচ্ছেন না সাকিব আল হাসানের। ব্যাটে-বলে নিষ্প্রভ পারফরম্যান্সে এই সংস্করণের অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছেন তিনি। বোলারদের তালিকায় ১০ ধাপ এগিয়েছেন মুস্তাফিজুর রহমান। ব্যাটসম্যানদের মধ্যে বড় লাফ দিয়েছেন তাওহিদ হৃদয়।
যথারীতি বুধবার পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি। টি-টোয়েন্টির অলরাউন্ডারদের মধ্যে চার ধাপ পিছিয়ে এখন পাঁচে সাকিব।
বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে দুই উইকেটে জেতা ম্যাচে ৩০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন সাকিব। পরে ব্যাট হাতেও পারেননি জ্বলে উঠতে, করেন কেবল ৮ রান।
দক্ষিণ আফ্রিকার সঙ্গে রুদ্ধশ্বাস ম্যাচে ৪ রানে হেরে যায় বাংলাদেশ। ওই ম্যাচেও চেনা রূপে পাওয়া যায়নি সাকিবকে। এক ওভার হাত ঘুরিয়ে দেন ৬ রান, পাননি উইকেট। আর ব্যাটিংয়ে নেমে করেন মাত্র ৩ রান। অলরাউন্ডারদের তালিকায় তার রেটিং পয়েন্ট এখন ২০৮।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের বোলারদের মধ্যে মুস্তাফিজ আছেন সবার ওপরে, ত্রয়োদশ স্থানে। শ্রীলঙ্কার বিপক্ষে ১৭ রানে ৩ উইকেট নেন এই পেসার। দক্ষিণ আফ্রিকা ম্যাচে উইকেট না পেলেও রান দেন কেবল ১৮ রান।
ওই দুই ম্যাচে দুটি করে উইকেট নেওয়া আরেক পেসার তাসকিন আহমেদের অগ্রগতি ৮ ধাপ, অবস্থান ১৯তম। লঙ্কানদের বিপক্ষে ৩ উইকেট নেওয়া লেগ স্পিনার রিশাদ হোসেন প্রোটিয়াদের বিপক্ষে নেন একটি। ২৪ ধাপ এগিয়ে তিনি আছেন ৩০তম স্থানে।
বড় লাফ দিয়ে সেরা একশ জনের মধ্যে ঢুকেছেন তানজিম হাসান সাকিব। ওই দুই ম্যাচে ৪ উইকেট নেওয়া এই পেসারের উন্নতি ১০৮ ধাপ! আছেন যৌথভাবে ৯৮তম স্থানে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে ৪০ ও ৩৭ রানের গুরুত্বপূর্ণ দুটি ইনিংস খেলে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগিয়েছেন হৃদয়। বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যান আছেন ২৭তম স্থানে। এই সংস্করণে দেশের ব্যাটসম্যানদের মধ্যে তার ওপরে নেই আর কেউ।
ব্যাটসম্যানদের তালিকায় যথারীতি শীর্ষে ভারতের সুরিয়াকুমার ইয়াদাভ ও দুইয়ে ইংল্যান্ডের ফিল সল্ট। এক ধাপ এগিয়ে পাকিস্তানের বাবর আজম এখন তিনে। দুই ধাপ উন্নতি করে ইংলিশ অধিনায়ক জস বাটলারের অবস্থান পঞ্চম।
অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিস হেড ৬ ধাপ উন্নতি করে আছেন ঠিক দশম স্থানে। আফগানিস্তানের রাহমানউল্লাহ গুরবাজের অগ্রগতি ৮ ধাপ, অবস্থান দ্বাদশ।
বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ তিনের সবাই লেগ স্পিনার। আগের মতোই এক ও দুই নম্বরে ইংল্যান্ডের আদিল রাশিদ ও শ্রীলঙ্কা ওয়ানিন্দু হাসারাঙ্গা। চার ধাপ এগিয়ে তিন নম্বরে আফগানিস্তানের রাশিদ খান।
চার ধাপ এগিয়ে দক্ষিণ আফ্রিকার আনরিখ নরকিয়া আছেন চারে। ৬ ধাপ উন্নতি করে যৌথভাবে তার সঙ্গে আফগানিস্তানের ফাজালহাক ফারুকি।
অলরাউন্ডারদের মধ্যে শীর্ষে ফিরেছেন মোহাম্মদ নাবি। নিউ জিল্যান্ডকে ৮৪ রানে হারানোর ম্যাচে ব্যাটিংয়ে গোল্ডেন ডাকের তেতো স্বাদ পাওয়া নাবি বল হাতে ছিলেন উজ্জ্বল। ১৬ রান দিয়ে নেন দুই উইকেট। এই পারফরম্যান্সে অলরাউন্ডার দুই ধাপ এগিয়েছেন তিনি। তার রেটিং পয়েন্ট ২৩১।
বিশ্বকাপে অলরাউন্ড পারফরম্যান্সে নিজেকে একের পর এক ম্যাচে মেলে ধরে র্যাঙ্কিং উন্নতি করেছেন মার্কাস স্টয়নিস। তিন ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।
ওমানের বিপক্ষে ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলার পর বল হাতে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন স্টয়নিস। পরে ইংল্যান্ডের বিপক্ষে করেন ৩০ রান, মিডিয়াম পেসে উইকেট নেন একটি।