টুর্নামেন্ট প্রায় মাঝপথ চলে এলেও পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ একাধিক দলের ক্রিকেটারদের, অনুশীলন করেননি রাজশাহীর ক্রিকেটাররা, চট্টগ্রাম পর্ব শুরুর আগে চরম বিতর্ক।
Published : 15 Jan 2025, 08:39 PM
চট্টগ্রামে এসে প্রথম দিন বিশ্রামে কাটায় দুর্বার রাজশাহী দল। পরদিন বুধবার তাদের সূচিতে ছিল অনুশীলন। কিন্তু নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে অনুশীলন বাতিল করে দেয় তারা। দল থেকে বলা হয়, এদিনও বিশ্রামে থাকবেন ক্রিকেটাররা। নানা কৌতূহল জন্ম নেয় তখনই। পরে জানা গেল, পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বয়কট করেছেন ক্রিকেটাররা। এসব নিয়ে সারা দিন চলল নানা নাটকীয়তা।
বিপিএলে চট্টগ্রাম পর্ব শুরুর আগে প্রকাশ্যে এসেছে ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়ার খবর। টুর্নামেন্ট প্রায় মাঝপথে চলে এলেও এখনও টাকা পাননি রাজশাহীর ক্রিকেটাররা। খুলনা টাইগার্স ও চিটাগং কিংস দল থেকেও শোনা গেছে একই অভিযোগ। তবে এই দুই ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে মিলেছে সমাধানের আশ্বাস।
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বুধবার সকাল ১০টায় অনুশীলন শুরুর কথা ছিল রাজশাহীর। কিন্তু ৯টা ৪৮ মিনিটে তাদের মিডিয়া বিভাগ জানায়, অনুশীলন বাতিল করে বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছে দল।
তবে পরে জানা যায় ভিন্ন খবর। এখনও পর্যন্ত পারিশ্রমিকের এক টাকাও না পাওয়ায় অনুশীলন না করার সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা। এমনকি সমাধান না পেলে শুক্রবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচও না খেলার হুমকি দিয়েছেন তারা।
এই খবরে দুপুর থেকেই টিম হোটেলের সামনে ভিড় জমান সংবাদকর্মীরা। কিন্তু সারা দিনেও দলটির পক্ষ থেকে পাওয়া যায়নি কোনো বার্তা। রোমাঞ্চকর কিছুর আশায় সংবাদমাধ্যমের সঙ্গে বাড়তে থাকে উৎসুক জনতারও ভিড়।
দলটির কয়েকজন ক্রিকেটারের কাছ থেকে জানা যায়, ছয় ম্যাচ খেলে ফেললেও বেশিরভাগ স্থানীয় ক্রিকেটার পারিশ্রমিকের কোনো টাকা পাননি। অবিশ্বাস্য হলেও সত্যি, গত ১০ দিনের দৈনিক ভাতাও (ডিএ) পরিশোধ করা হয়নি তাদের। বিদেশি ক্রিকেটার ও কোচিং প্যানেলের সদস্যদের ২৫ শতাংশ পারিশ্রমিক অবশ্য দিয়েছে ফ্র্যাঞ্চাজিটি।
বিপিএলের পারিশ্রমিক নীতিমালা অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর আগে পারিশ্রমিকের ৫০ শতাংশ পরিশোধ করতে হবে। টুর্নামেন্ট চলাকালে দিতে হবে আরও ২৫ শতাংশ অর্থ। আর খেলা শেষ হওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে হবে বাকি ২৫ শতাংশ। কিন্তু এবার বেশিরভাগ দল এই নিয়মের তোয়াক্কা করেনি।
পারিশ্রমিক না পাওয়া নিয়ে টুর্নামেন্টের প্রথম ম্যাচের পর রাজশাহীর অধিনায়ক এনামুল হককে যখন জিজ্ঞেস করা হয়েছিল, তখন তিনি কোনো অভিযোগ করতে চাননি।
“আমরা এখনও পারিশ্রমিক পাইনি। কেউই পায়নি। মাত্র শুরু হয়েছে বিপিএল। আমরা আসলে কোনো প্রশ্ন বা কোনো জটিলতা না তুলি। ক্রিকেটাররাও এটা চাই না। বিপিএল বিশ্বের সবাই দেখে। এরকম কোনো খবর না আসুক বা আমাদের দেখতে না হোক বিশ্ব ক্রিকেটে পারিশ্রমিক না পাওয়া নিয়ে কোনো খবর এসেছে।”
সেই এনামুলরাই এখন পারিশ্রমিক না পেয়ে অনুশীলন না করার মতো সিদ্ধান্ত নিলেন।
ক্রিকেটারদের বকেয়া পারিশ্রমিকের বিষয়ে সকাল থেকে বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও রিসিভ করেননি রাজশাহীর টিম ম্যানেজার ও জাতীয় দলের সাবেক ওপেনার মেহরাব হোসেন। মিডিয়া ম্যানেজার ইশতিয়াক পারভেজ বলেছেন, পারিশ্রমিকের বিষয়টি উচ্চতর কর্তৃপক্ষ দেখভাল করছে। এই বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।
রাজশাহীর পারিশ্রমিক নিয়ে অনিশ্চয়তার মাঝে খুলনা ও চিটাগং দলের একাধিক ক্রিকেটারের কাছ থেকেও পাওয়া যায় একই অভিযোগ। বৃহস্পতিবার নিজেদের শহরে প্রথম ম্যাচ খেলতে নামার আগের দিন অনুশীলনও করেনি চিটাগং।
তবে সেটি বকেয়া পারিশ্রমিকের কারণে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। ক্রিকেটারদের টাকা নিয়ে সমস্যার বিষয়টি মেনে নেন চিটাগংয়ের টিম ম্যানেজার মোহাম্মদ লাবলুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, একেক ক্রিকেটার পেয়েছেন একেক পরিমাণে অর্থ।
“আমাদের সব ক্রিকেটারই পারিশ্রমিকের কিছু না কিছু অংশ পেয়েছে। সবাই একইরকম অর্থ না পাওয়ায় মূলত একটা সংশয় তৈরি হয়েছে। বিদেশি ক্রিকেটারদের প্রায় সবাই ৭৫ শতাংশ পেয়ে গেছে। দেশিদের মধ্যে শরিফুল (ইসলাম) একই পরিমাণ অর্থ পেয়েছে।”
“বাকিদের পারিশ্রমিকের বিষয়টা আমরা চট্টগ্রামে এসেই বলে দিয়েছি দুই-এক দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এরই মধ্যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আশা করছি, বৃহস্পতিবার আমাদের সব ক্রিকেটার চেক বুঝে পাবে।”
বৃহস্পতিবার সন্ধ্যায় চিটাগংয়ের প্রতিপক্ষ খুলনা। আগের দিন পুরো দমে অনুশীলন করেছেন খুলনার ক্রিকেটাররা। পরে অভিযোগ পাওয়া যায়, এখনও পারিশ্রমিক পাননি দলের বেশিরভাগ ক্রিকেটার।
ফ্র্যাঞ্চাইজির কর্ণধার ইকবাল আল মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, পরবর্তী ম্যাচের আগেই ৫০ শতাংশ অর্থ পেয়ে যাবেন সব ক্রিকেটার।
“আমাদের দলের পারিশ্রমিক নিয়ে তো আসলে সমস্যা নেই। গতকাল (মঙ্গলবার) থেকেই ক্রিকেটারদের বকেয়া টাকা দেওয়া শুরু হয়ে গেছে। আজকে অনেকেই টাকা পেয়ে গেছে। দুই-একজন যারা বাকি আছে, বৃহস্পতিবার ম্যাচের আগেই সমাধান হয়ে যাবে।”
পারিশ্রমিকের প্রসঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলোর নিয়ম না মানার বিষয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
এসব নিয়ে যথাযথ কর্তৃপক্ষের ভাষ্য জানার জন্য দিনভর অপেক্ষা করেছে সংবাদকর্মীরা। সন্ধ্যা ৬টার পর রাজশাহীসহ পাঁচটি দলের টিম হোটেল র্যাডিসন ব্লুতে আসেন বিসিবি সভাপতি ও বিপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান ফারুক আহমেদ। তার আগমনে গুঞ্জন শুরু হয়, পারিশ্রমিক জটিলতা সমাধানেই জরুরি আগমন বিসিবি প্রধানের।
তবে খোঁজ নিয়ে জানা যায়, পূর্ব নির্ধারিত সূচিতেই বুধবার বিকেলে বিপিএলের চট্টগ্রাম পর্বের প্রস্তুতি দেখতে আসার কথা ছিল ফারুকের। এর সঙ্গে পারিশ্রমিক বিষয়ের কোনো সম্পর্ক নেই। তবে এখন পারিশ্রমিক সমস্যার খবর সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে অনলাইনে সভা করেন তিনি।
সেই সভায় থাকা বিসিবি পরিচালক মঞ্জুর আলম রাতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আশ্বাস দেন, বৃহস্পতিবারের মধ্যে সমস্যার সমাধান হবে।
"সমঝোতা এখনও প্রক্রিয়াধীন। আশা করি কালকের মধ্যে একটা ভালো ফল আসবে। অধিনায়ক ও আরও কয়েকজনের সঙ্গে প্রেসিডেন্ট মহোদয় কথা বলেছেন। মালিকপক্ষ কালকে আসবেন। আশা করি একটা সুন্দর সমাধান আমরা বের করতে পারব।
"প্রায় সমাধান হয়ে গেছে বলা যায়। কালকে মালিক এলে প্রেসিডেন্ট কথা বলে বাকিটা সমাধান হয়ে যাবে। ক্রিকেটাররা অনেকটা... (আশ্বস্ত হয়েছেন টাকা পাওয়ার ব্যাপারে)। কালকে তারা অনুশীলনেও যাবেন। এর চেয়ে ইতিবাচক আর কী হতে পারে। (পারিশ্রমিকের প্রক্রিয়া) প্রেসিডেন্ট মহোদয় নিজের এখতিয়ারে রেখেছেন। কালকে সমাধানের পর সেটি আরও বিস্তারিত ব্রিফ করবেন তিনি।"
পারিশ্রমিক নিয়ে এই টানাপোড়েন ও সেটা অনুশীলন বয়কট পর্যন্ত গড়ানো যে বোর্ডের জন্য বিব্রতকর, সেটি অবশ্য মেনে নিয়েছেন এই বোর্ড পরিচালক।
"আসলে একটু বিব্রতকর। তবে প্রেসিডেন্ট কিন্তু 'ডে বাই ডে' কথা বলে প্রতিটা দলের পারিশ্রমিকের বিষয়টা নিশ্চিতের চেষ্টা করছেন। শুরু থেকে এখনও পর্যন্ত তিনি এটা চেষ্টা করছেন। বিষয়টা এখন প্রক্রিয়াধীন আছে।"
পরে রাজশাহী দলের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ১০টায় অনুশীলন করবে দল।