গত বিপিএলে রংপুরের হয়ে দুর্দান্ত ব্যাটিং করা নিউ জিল্যান্ডের অলরাউন্ডার এবারের ফাইনালে খেলবেন ফরচুন বরিশালের হয়ে।
Published : 03 Feb 2025, 11:08 PM
দেশি-বিদেশি ক্রিকেটারের শক্তি-সামর্থ্যে এমনিতেই বেশ সমৃদ্ধ ফরচুন বরিশাল। টানা দ্বিতীয় ট্রফির আশায় তারা শক্তি আরও বাড়ানোর আয়োজন করছে তারা। ফাইনালে তাদের হয়ে খেলবেন জিমি নিশাম।
দক্ষিণ আফ্রিকা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টোয়েন্টিতে এতদিন ব্যস্ত থাকা নিউ জিল্যান্ডের অলরাউন্ডার মঙ্গলবার সকালে ঢাকায় পা রাখবেন বলে জানিয়েছে ফরচুন বরিশাল।
গত বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে সাতটি ম্যাচ খেলেন নিশান। ব্যাট হাতে তার পারফরম্যান্স ছিল দুর্দান্ত। সাত ইনিংসে ২৯১ রান করেছিলেন তিনি ৭২.৭৫ গড় ও ১৬৭.২৪ স্ট্রাইক রেটে। বল হাতে অবশ্য খুব বেশি সফল ছিলেন না (ওভারপ্রতি প্রায় ১০ রান দিয়ে চার উইকেট)।
এসএ টোয়েন্টিতে খেলার কারণেই মূলত এবার তাকে এতদিন দেখা যায়নি বিপিএলে। দক্ষিণ আফ্রিকার টুর্নামেন্টে প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে খেলেছেন ৩৪ বছর বয়সী অলরাউন্ডার। রোববারের ম্যাচেও তিন উইকেট নেওয়ার পর ২৪ বলে ৩২ রান করেছেন। তবে তার দলের বিদায় নিশ্চিত হয়ে গেছে সেখানে।
নিশামের নিজের পারফরম্যান্সও খুব ভালো ছিল না প্রিটোরিয়ার হয়ে। ছয় ইনিংসে মোট ৯৫ রান করতে পেরেছেন ১৯ গড়ে। ওভারপ্রতি প্রায় আট রান দিয়ে উইকেট নিয়েছেন সাতটি।
ফাইনালে বরিশালে যোগ দিতে পারেন নিশামের স্বদেশি ফাস্ট বোলার অ্যাডাম মিল্নও। তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে খেলছেন শারজাহ ওয়ারিয়র্জের হয়ে। দলের ভাগ্যের ওপর নির্ভর করবে তার বিপিএলে খেলতে আসা।
প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সোমবার মোহাম্মদ আলি যেরকম পারফর্ম করেছেন, তাতে অবশ্য মিল্নকে পেতে খুব মরিয়া থাকার কথা নয় বরিশালের। বিপিএল অভিষেকে এক ওভারে চার উইকেটসহ পাঁচ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হয়েছেন পাকিস্তানের এই পেসার।
মৌসুমজুড়ে ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করা ফাহিম আশরাফ পাকিস্তান দলে ডাক পেয়ে ফিরে যাওয়ায় বড় ধাক্কা খেয়েছিল বরিশাল। তবে আইএল টি-টোয়েন্টি থেকে কাইল মেয়ার্স ফিরে আসায় বড় স্বস্তিও মিলেছে তামিম ইকবালের দলের। আরেক বিদেশি ক্রিকেটার দাভিদ মালান তো দুর্দান্ত ফর্মে আছেন।
ফাইনালে নিশামকে খেলালে হয়তো অফ স্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ নাবিকে একাদশের বাইরে রাখবে বরিশাল।
ধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে চিটাগং কিংস ও খুলনা টাইগার্সের মধ্যে জয়ী দলের সঙ্গে শুক্রবার ফাইনালে লড়বে বরিশাল।