শ্রীলঙ্কা-নিউ জিল্যান্ড সিরিজ
নিউ জিল্যান্ডের পঞ্চম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিকের স্বাদ পেলেন গতিময় এই পেসার।
Published : 10 Nov 2024, 11:01 PM
লকি ফার্গুসনের লেগ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালালেন চারিথ আসালাঙ্কা। ডাইভ দিয়ে বল গ্লাভসে জমালেন কিপার মিচেল হে। কট বিহাইন্ডের আবেদনে আঙুল তুলে দিলেন আম্পায়ার। এগিয়ে এসে ফার্গুসনকে অভিনন্দন জানালেন সতীর্থরা। ওই উইকেটেই পূর্ণ হয় যে গতিময় এই পেসারের হ্যাটট্রিক!
ডাম্বুলায় রোববার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফার্গুসন এই স্বাদ পান দুই ওভার মিলিয়ে। এই সংস্করণে তার প্রথম হ্যাটট্রিক এটি।
নিউ জিল্যান্ডের ক্রিকেটারদের ষষ্ঠ হ্যাটট্রিকের ঘটনা এটি। একাই দুবার এই স্বাদ পেয়েছেন টিম সাউদি।
দেশ হিসেবে সবচেয়ে বেশি হ্যাটট্রিকের রেকর্ডে শ্রীলঙ্কার পাশে বসল নিউ জিল্যান্ড, দুই দেশেরই ৬টি করে।
৫টি হ্যাটট্রিক নিয়ে তাদের পরে আছে অস্ট্রেলিয়া। ২টির বেশি হ্যাটট্রিক নেই আর কোনো দেশের।
স্রেফ ১০৮ রানের পুঁজি নিয়ে এই ম্যাচে বোলিং শুরু করে নিউ জিল্যান্ড। ফার্গুসন প্রথম বল হাতে পান পাওয়ার প্লের শেষ ওভারে। ওই ওভারের শেষ বলে কুসাল পেরেরাকে কিপারের ক্যাচ বানিয়ে হ্যাটট্রিকের পথে যাত্রা শুরু হয় তার।
ওই স্পেলেই পরের ওভারে তার প্রথম বলে এলবিডব্লিউ হন কামিন্দু মেন্ডিস। এরপর আসালাঙ্কাকে ফিরিয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক। রিভিউ নিয়েও লাভ হয়নি লঙ্কান অধিনায়কের।
শ্রীলঙ্কার সংগ্রহ তখন ৪ উইকেটে ৩৪।
গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে ত্রিনিদাদে পাপুয়া নিউ গিনির বিপক্ষে ৪ ওভারের ৪টিই মেডেন নিয়েছিলেন ফার্গুসন। এবার ভিন্ন কন্ডিশনে তিনি করলেন হ্যাটট্রিক।