জাতীয় দলে ফেরার দুয়ারে সাইফ উদ্দিন, আইপিএলের ব্যস্ততায় ক্যাম্পে নেই মুস্তাফিজ।
Published : 23 Apr 2024, 05:22 PM
ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করে বিপিএলেই দাবিটা তুলেছিলেন মোহাম্মদ সাইফ উদ্দিন। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দলে তখন জায়গা পাননি তিনি। এবার ঢাকা প্রিমিয়ার লিগের মাঝপথে জাতীয় দলে ফেরার কাছে পৌঁছে গেলেন এই পেস বোলিং অলরাউন্ডার।
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে প্রস্তুতি ক্যাম্পের দলে নেওয়া হয়েছে সাইফ উদ্দিনকে। তিন দিনের এই ক্যাম্পের জন্য মঙ্গলবার ১৭ জনের দল ঘোষণা করেছে বিসিবি।
চট্টগ্রামে আগামী শুক্রবার প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহের তত্ত্বাবধানে শুরু হবে এই ক্যাম্প।
আইপিএলের ব্যস্ততায় এই ক্যাম্পে নেই মুস্তাফিজুর রহমান। তার ছুটি আছে আগামী ১ মে পর্যন্ত। চোটের কারণে জায়গা হয়নি তাইজুল ইসলামের। এছাড়া প্রিমিয়ার লিগের কিছু ম্যাচ খেলে ফিটনেসের অবস্থা বোঝার জন্য রাখা হয়নি সাকিব আল হাসানকেও।
২০২২ সালের অক্টোবরে নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের পর দল থেকে বাদ পড়েন সাইফ উদ্দিন। এরপর গত বছরের প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে বোলিংয়ের সময় বাজেভাবে পিচের ওপর পড়ে যান তিনি। ফিরে আসে পিঠের পুরোনো ব্যথা।
ওই চোটে লম্বা সময়ের জন্য ছিটকে যান ২৭ বছর বয়সী অলরাউন্ডার। গত অগাস্টে কাতারে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে দেশে ফেরেন তিনি। পরে শুরু হয় তার দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া।
সবশেষ বিপিএলে ফরচুন বরিশালের ছয় ম্যাচ যাওয়ার পর মাঠে ফেরার অনুমতি পান সাইফ উদ্দিন। মাঝপথে যোগ দিলেও দলের শিরোপা জয়ে বড় অবদান রাখেন তিনি। ৯ ম্যাচে ওভারপ্রতি সাত রানের কম খরচ করে দলের সর্বোচ্চ ১৫ উইকেট নেন সাইফ। ব্যাট হাতে ৪ ইনিংসে ১৮৫.২৯ স্ট্রাইক রেটে করেন ৬৩ রান।
চলতি প্রিমিয়ার লিগেও ছন্দ ধরে রেখেছেন সাইফ উদ্দিন। আবাহনী লিমিটেডের হয়ে ১০ ম্যাচে তার শিকার ১৩ উইকেট। ওভারপ্রতি খরচ করেছেন ৪.৬৪ রান। তারকাখচিত ব্যাটিং লাইনআপে স্রেফ ৪ ইনিংসে নামার সুযোগ পেয়ে ৩৩.৬৬ গড়ে ১০১ রান করেছেন তিনি।
ধারাবাহিক পারফরম্যান্সের সৌজন্যে প্রায় দেড় বছর পর আবার জাতীয় দলের দুয়ারে তিনি। প্রস্তুতি ক্যাম্পের দল থেকেই মূলত জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের স্কোয়াড চূড়ান্ত করবেন নির্বাচকরা।
সিরিজের মাঝপথে অবশ্য একটি পরিবর্তনের সম্ভাবনা অনেক। প্রস্তুতি ক্যাম্পে না থাকলেও সিরিজের শেষ দিকে দলে যোগ দিতে পারেন সাকিব। এর আগে প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে সুপার লিগের কয়েকটি ম্যাচ খেলতে পারেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজে চোট পাওয়া তাইজুল ইসলামের পুনর্বাসন প্রক্রিয়া এখনও শেষ হয়নি। এছাড়া সামনে অনেক টেস্ট ম্যাচ থাকায় তার ব্যাপারে কোনো তাড়াহুড়ো করতে চাইছেন না নির্বাচকরা। তাইজুলের বদলে আরেক বাঁহাতি স্পিনার তানভির ইসলামকে দেখতে চাইছেন তারা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আগামী ৩ মে শুরু হবে মূল সিরিজের খেলা। একই মাঠে পরের দুই ম্যাচ ৫ ও ৭ তারিখ। এরপর ঢাকায় ফিরে ১০ ও ১২ মে শেষ দুই ম্যাচ খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।
এর আগে প্রস্তুতি ক্যাম্পে মূলত ম্যাচের আদলে অনুশীলন করবেন ডাক পাওয়া ক্রিকেটার।
প্রস্তুতি ক্যাম্পের দল: নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান, পারভেজ হোসেন, তানভির ইসলাম, আফিফ হোসেন, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফ উদ্দিন, সৌম্য সরকার।