পাকিস্তান টেস্ট দলে প্রথমবার সাইম-শাহজাদ

অস্ট্রেলিয়া সফরে তিন টেস্টের দলে ফিরেছেন মির হামজা ও ফাহিম আশরাফ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2023, 01:32 PM
Updated : 20 Nov 2023, 01:32 PM

ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন টপ অর্ডার ব্যাটসম্যান সাইম আইয়ুব ও ফাস্ট বোলার খুররাম শাহজাদ। এই দুজনের জন্য প্রথমবারের মতো খুলে গেল পাকিস্তানের টেস্ট দলের দরজা।

আসন্ন অস্ট্রেলিয়া সফরে তিন টেস্টের জন্য সোমবার ১৮ সদস্যের দল ঘোষণা করেন পাকিস্তানের নতুন প্রধান নির্বাচক ও সাবেক পেসার ওয়াহাব রিয়াজ। দলে ফিরেছেন বাঁহাতি পেসার মির হামজা ও পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ।

২১ বছর বয়সী সাইম এরই মধ্যে পাকিস্তানের হয়ে আটটি টি-টোয়েন্টি খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৪ ম্যাচে ৪৬.৪৭ গড়ে এক হাজার ৬৯ রান করে টেস্ট দলে জায়গা করে নিয়েছেন তিনি। সবশেষ ম্যাচে গত মাসে কায়েদ-ই-আজম ট্রফির ফাইনালে তিনি খেলেন ২০৩ ও ১০৯ রানের ম্যাচ জয়ী ইনিংস।

পাকিস্তানের ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতাটিতে ৪ ম্যাচে তিন শতকে সাইম করেন ৫৫৩ রান। কদিন আগে শেষ হওয়া একদিনের ম্যাচের টুর্নামেন্ট পাকিস্তান কাপে ৮ ম্যাচে একটি শতকে ৩৯৭ রান করে তিনি ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক।

প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া শাহজাদ কায়েদ-ই-আজম ট্রফিতে ২০.৩০ গড়ে ৮ ম্যাচে নেন সর্বোচ্চ ৩৬ উইকেট। পাকিস্তান কাপে ৫ ম্যাচে তার শিকার ছিল ১৩টি।

এখন পর্যন্ত ৪৪টি প্রথম শ্রেণির ম্যাচে ২৩ বছর বয়সী এই পেসার উইকেট নিয়েছেন ১৩৫টি। ইনিংসে পাঁচ উইকেট আছে পাঁচবার।

দলে ফেরা হামজা কায়েদ-ই-আজম ট্রফিতে উইকেট নেন দ্বিতীয় সর্বোচ্চ ৩২টি। তিন টেস্টের সবশেষটি তিনি খেলেছেন গত জানুয়ারিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে। ফাহিম তার ১৬ টেস্টের সবশেষটি খেলেছেন ২০২২ সালের ডিসেম্বরে।

কাঁধের চোট থেকে এখনও পুরোপুরি সেরে না ওঠায় দলে নেই পেসার নাসিম শাহ। প্রধান নির্বাচক ওয়াহাব জানান, শেষ মুহূর্তে দল থেকে নিজেকে সরিয়ে নেন আরেক পেসার হারিস রউফ।

নতুন টেস্ট অধিনায়ক শান মাসুদের নেতৃত্বে পাকিস্তানের প্রথম সিরিজ এটিই। বিশ্বকাপে দলের বাজে পারফরম্যান্সে বাবর আজম তিন সংস্করণের অধিনায়কত্ব ছাড়ার পর টেস্টের দায়িত্ব দেওয়া হয় মাসুদকে, টি-টোয়েন্টির অধিনায়ক করা হয় শাহিন শাহ আফ্রিদিকে।

অস্ট্রেলিয়ায় পাকিস্তানের প্রথম টেস্ট শুরু হবে ১৪ ডিসেম্বর পার্থে। মেলবোর্নে ২৬ ডিসেম্বর শুরু দ্বিতীয় টেস্ট। ৩ জানুয়ারি থেকে তৃতীয় টেস্ট হবে সিডনিতে।

অস্ট্রেলিয়ার মাটিতে ১৯৯৯ থেকে নিজেদের সবশেষ ১৪ টেস্টে টানা হেরেছে পাকিস্তান। এই সময়ে পাঁচ সিরিজের সবগুলোতে হোয়াইটওয়াশড হয়েছে তারা। 

পাকিস্তান টেস্ট দল: শান মাসুদ (অধিনায়ক), আমের জামাল, আবদুল্লাহ শাফিক, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, হাসান আলি, ইমাম-উল-হাক, খুররাম শাহজাদ, মির হামজা, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নোমান আলি, সাইম আইয়ুব, সালমান আঘা, সরফরাজ আহমেদ, সাউদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি।