৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার পেসার দারুণ বোলিংয়ে বাংলাদেশকে ভুগিয়ে নাম লেখালেন রেকর্ড বইয়ে।
Published : 23 Apr 2025, 03:07 PM
পাঁচ উইকেট পূর্ণ হয়েছিল আগেই। আরেক মাইলফলক ছুঁতে প্রয়োজন ছিল আরও একটি উইকেট। জাকের আলিকে আউট করে বাংলাদেশের ইনিংস শেষ করে দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত লক্ষ্যও পূরণ হলো ব্লেসিং মুজারাবানির। জিম্বাবুয়ের পেসার নাম লেখালেন রেকর্ড বইয়ে।
জাকেরকে আউট করেই টেস্ট ক্রিকেটে ৫০ উইকেট স্পর্শ করলেন মুজারাবানি। এই পথ পাড়ি দিলেন তিনি রেকর্ড দ্রুততায়।
সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং ধসিয়ে দেন মুজারাবানি। প্রথম ইনিংসেও কার প্রাপ্তি ছিল ৩ উইকেট। ৪১ উইকেট নিয়ে ম্যাচ শুরু করা পেসার পৌঁছে যান পঞ্চাশের ঠিকানায়।
১১ টেস্ট খেলে ৫০ উইকেট হলো মুজারাবানির, জিম্বাবুয়ের হয়ে যা যৌথভাবে রেকর্ড।
১১ টেস্টেই ৫০ উইকেট নিয়ে এতদিন রেকর্ড এককভাবে ছিল জিম্বাবুয়ের কিংবদন্তি হিথ স্ট্রিকের।
বিশ্বরেকর্ড থেকে অবশ্য তারা দুজনই বেশ দূরে। ৬ টেস্টে ৫০ উইকেট নিয়ে টেস্টে দ্রুততম উইকেটের ফিফটি করা বোলার চার্লি টার্নার। ক্রিকেটের সবচেয়ে পুরোনো রেকর্ডগুলোর একটি এটি। সেই ১৮৮৮ সালে গড়া অস্ট্রেলিয়ান পেসারর রেকর্ড অক্ষত এখনও।
মুজারাবানি যে স্ট্রিককে ছুঁয়ে ফেলবেন, কিছুদিন আগেও ছিল তা অভাবনীয়। আট টেস্ট শেষেও কেবল অর্ধেক পথে ছিলেন তিনি। ইনিংসে ৫ উইকেট নিতে পারেননি একবারও। কিন্তু এরপর টানা তিন টেস্টে তার পারফরম্যান্স অবিশ্বাস্য।
গত জানুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে বুলাওয়ায়ো টেস্টে প্রথম ইনিংসে দুই উইকেটের পর দ্বিতীয় ইনিংসে উইকেট শিকার করেন ছয়টি। পরের টেস্টে একই মাঠে আবার উইকেট নেন আটটি। এবার আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৫৮ রানে সাত উইকেট নিয়ে নাম তোলেন রেকর্ড বইয়ে। জিম্বাবুয়ের টেস্ট ইতিহাসের দ্বিতীয় সেরা বোলিং কীর্তি সেটি, পেস বোলিংয়ে সেরা। পরে ম্যাচের দ্বিতীয় ইনিংসে উইকেট নেন আরেকটি।
এবার দেশের বাইরে এসে সেই ২ টেস্টকে ছাপিয়ে গেলেন ম্যাচে ৯ উইকেট নিয়ে।
প্রথম আট টেস্টে ২৫ উইকেট নিতে পারা পেসার পরের তিন টেস্টেই উইকেট নিলেন ২৫টি।
৬ ফুট ৮ ইঞ্চি লম্বা পেসার এখন আরও উঁচুতে তাকাতেই পারেন!