‘আমার আউটে সব নষ্ট হয়ে গেছে, দায়ভার পুরো আমার’, জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ হারার পর নিজের আউট নিয়ে বললেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল ইসলাম শান্ত।
Published : 23 Apr 2025, 07:46 PM
কাঠগড়ায় তোলার কথা যাকে, তিনি নিজেই দুহাত তুলে আত্মসমর্পণ করে হাজির। বাংলাদেশের পরাজয়ের দায়ভার সবটুকু নিজের কাঁধে নিচ্ছে নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়কের অকপট স্বীকারোক্তি, তার আউটেই নষ্ট হয়ে গেছে দলের ব্যাটিং ও জয়ের সম্ভাবনা।
৬০ রানে অপরাজিত থেকে সিলেট টেস্টের চতুর্থ দিন শুরু করেছিলেন শান্ত। দলকে জয়ের মতো স্কোরে নিয়ে যেতে তার ব্যাটেই তাকিয়ে ছিল দল। কিন্তু দিনের দ্বিতীয় বলেই তিনি দলের প্রত্যাশাকে কবর দিয়ে উইকেট বিলিয়ে ফেরেন ড্রেসিং রুমে। ব্লেসিং মুজারাবানির একটি নিরীহ শর্ট বলে দৃষ্টিকটূ শটে ধরা পড়েন ফাইন লেগে।
তার আউটের একটু পর বিদায় নেন মেহেদী হাসান মিরাজও। অধিনায়ক ও সহ-অধিনায়কের পরপর বিদায়েই যে ধাক্কা খায় বাংলদেশ, সেখান থেকে আর বের হতে পারেনি দল।
ম্যাচ হারার পর শান্ত বললেন, দিনের শুরুতেই সর্বনাশ হয়ে গেছে তাদের। সেখানে নিয়ামক তিনি নিজেই।
“আমার কাছে তাই মনে হয় (দিনের প্রথম পাঁচ ওভারেই সব শেষ)। আমার আউটটা পুরো খেলাটা, আমাদের ব্যাটিংটা নষ্ট করে দিয়েছে। আমার মনে হয় ওই মোমেন্টাম ওরা পাওয়াতে আমরা খেলাটা হেরে গেছি।”
এমনিতে পুল শট খারাপ খেলেন না শান্ত। তবে দিনের শুরুতে মাঠের আলোর সঙ্গে চোখ সয়ে যাওয়া, উইকেটের গতি ও বাউন্সের সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপার থাকে। পুল-হুকের মতো শটের ক্ষেত্রে তাই একটু সতর্ক থাকতে হয়। সময় নিয়ে থিতু হওয়ার আগে ওসব শট খেললে ঝুঁকির সুযোগ থাকে বেশি।
ভুল করার পর শান্তর উপলব্ধি, দিনের শুরুতেই ওই শট খেলা তার উচিত হয়নি।
“আমার সবসময় রানের জন্য চিন্তা থাকে। স্কোরিংয়ের সুযোগ পেলে ওটাই পরিকল্পনা থাকে। যেটায় আউট হয়েছি, আমার মনে হয়েছে যে, হ্যাঁ, সময় নিতে পারতাম। আরেকটু সময় নিতে পারতাম। দিনের দ্বিতীয় বল ছিল, আরেকটু সময় নিলে আরও ভালো হতো।”
“তবে এই শট (পুল) আমি খেলি। পাশাপাশি এটাও বলতে হবে, দলের যা পরিস্থিতি ছিল, আমার মনে হয়, (শটটি) না খেললেও পারতাম।”
১৭৪ রানের লক্ষ্য দিয়েও লড়াই করেছে বাংলাদেশের বোলাররা। ৭ উইকেট হারিয়ে উত্তেজনা জমিয়ে তবেই জিতেছে জিম্বাবুয়ে।
শান্তর ধারণা, দিনের শুরুতে জাকের আলির সঙ্গে তিনি যদি অর্ধশত রানের একটি জুটি গড়তে পারতেন, তাহলেই ম্যাচের চিত্র অন্যরকম হতো।
“আজকের ম্যাচ নিয়ে যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করুন, পুরো ম্যাচ আমি একা হারিয়ে দিয়েছি, সত্যি কথা। কারণ, সকালের ওই আউটে আমার মনে হয় পুরো খেলা নষ্ট হয়ে গেছে। ওখানে যদি ৫০-৬০ রানের একটা জুটি যদি হতো, ২২০-২৩০ রান হলেই আমরা ভালো একটা অবস্থানে থাকতাম।”
“আমার মনে হয়, এই পুরো ম্যাচে সবার দিকে আমি যেতে চাই না। পুরো দায়ভার আমি নিতে চাই, কারণ খুব বাজে সময়ে আমি আউট হয়েছে।”