আইসিসি র্যাঙ্কিং
২৩ টেস্টের ক্যারিয়ারে ৮ সেঞ্চুরি ১০ ফিফটি, অসাধারণ পারফরম্যান্সের ধারাবাহিকতায় টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটসম্যান এখন হ্যারি ব্রুক।
Published : 11 Dec 2024, 05:46 PM
‘অনেকটা এগিয়ে থেকে এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান’- দিন দুয়েক আগেই হ্যারি ব্রুকের প্রশংসা করে এই কথা বলেছেন জো রুট। এবার সেটির প্রমাণ হয়েই এলো যেন র্যাঙ্কিং। রুটকে টপকেই আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীষ ব্যাটসম্যান এখন ব্রুক।
চলতি নিউ জিল্যান্ড সফরে অসাধারণ পারফরম্যান্সে র্যাঙ্কিংয়ের চূড়ায় পা রাখলেন ব্রুক। সবশেষ ওয়েলিংটন টেস্টে দুই ইনিংসে তিনি করেন ১২৩ ও ৫৫। আগের টেস্টে ক্রাইস্টচার্চে তিনি খেলেছিলেন ১৭১ রানের ইনিংস।
পারফরম্যান্সে খুব পিছিয়ে নেই রুটও। ওয়েলিংটন টেস্টে দ্বিতীয় ইনিংসে তিনি উপহার দিয়েছেন অপরাজিত সেঞ্চুরি। হাড্ডাহাড্ডি এই লড়াইয়েই শেষ পর্যন্ত অভিজ্ঞ সতীর্থকে পেছনে ফেলেছেন ব্রুক।
৮৯৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রুক। গত জুলাই থেকে টানা শীর্ষে থাকার পর এবার জায়গা হারানো রুটের রেটিং পয়েন্ট ৮৯৭।
শুধু এই টেস্ট বা এই সিরিজ নয়, টেস্ট ক্রিকেটে অবিশ্বাস্য ধারাবাহিকতার পথ ধরে র্যাঙ্কিংয়ে তরতর করে এগিয়ে গেলেন ব্রুক। তার টেস্ট ক্যারিয়ারে বয়স এখন স্রেফ দুই বছরের একটু বেশি। ২৩ টেস্ট খেলেই ৮ সেঞ্চুরি ও ১০ ফিফটি তার হয়ে গেছে। টেস্ট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে দেশের বাইরে প্রথম ১০ টেস্টের মধ্যে সাত সেঞ্চুরি করে ফেলেছেন।
ব্রুকের ব্যাটিংয়ে মুগ্ধ হয়েই রুট সম্প্রতি বলেছেন, “অনেকটা এগিয়ে থেকে এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান ব্রুকি। সে চাপ সামলাতে পারে, প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে। সে বোলারের মাথার ওপর দিয়ে ছক্কা মারতে পারে, স্কুপ করে পেছন দিয়েও ছক্কা মারতে পারে। সে পেস বোলিং গুঁড়িয়ে দিতে পারে, স্পিনেও বিধ্বংসী হতে পারে।”
মজার ব্যাপার হলো, র্যাঙ্কিংয়ে তিন ও চারে থাকা ব্যাটসম্যানের ব্যবধানও এক পয়েন্টের। ওয়েলিংটন টেস্টে ৩৭ ও ৪ রান করা কেন উইলিয়ামসন এবং অ্যাডিলেইডে ০ ও ২৪ রান করা ইয়াশাসভি জয়সওয়াল ধরে রেখেছেন তিন ও চার নম্বর জায়গা। তবে দুজনের রেটিং পয়েন্ট কমেছে। নিউ জিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যানের রেটিং পয়েন্ট এখন ৮১২, ভারতের তরুণ ওপেনারের ৮১১।
অ্যাডিলেইডে ১৪০ রানের ইনিংস খেলে ম্যাচ-সেরা হওয়া ট্রাভিস হেড এগিয়েছেন ছয় ধাপ। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের অবস্থান এখন পঞ্চম।
শ্রীলঙ্কার বিপক্ষে গেবেখা টেস্টে ৭৮ ও ৬৬ রান করে তিন ধাপ এগিয়ে টেম্বা বাভুমা উঠে এসেছেন সাতে। এক ধাপ এগিয়ে ছয়ে কামিন্দু মেন্ডিস।
তিন ধাপ পিছিয়ে আটে নেমেছেন ড্যারিল মিচেল, তিন ধাপ পিছিয়ে রিশাভ পান্ত এখন নবম স্থানে। দশে পাকিস্তানের সাউদ শাকিল।
বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ তিনে আগের মতোই আছেন জাসপ্রিত বুমরাহ, কাগিসো রাবাদা ও জশ হেইজেলউড। অ্যাডিলেইডে সাত উইকেট নিয়ে এক ধাপ এগিয়ে চারে উঠেছেন প্যাট কামিন্স, পাঁচে নেমে গেছেন অশ্বিন। তিন ধাপ এগিয়ে এগারোয় উঠেছেন মিচেল স্টার্ক।
টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে রাভিন্দ্রা জাদেজা। প্রথমবার দুইয়ে উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ, তিনে নেমে গেছেন অশ্বিন।
ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছেন শেই হোপ। বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৮৬ রান করা ক্যারিবিয়ান অধিনায়ক এখন আছে আটে। বোলিংয়ে চার ধাপ এগিয়ে ৯ নম্বরে এসেছেন ক্যারিবিয়ান স্পিনার গুডাকেশ মোটি।