নারী এশিয়া কাপে মালয়েশিয়াকে ৮৮ রানে হারিয়েছে বাংলাদেশ।
Published : 06 Oct 2022, 04:40 PM
ম্যাচের প্রথম বলেই পড়ল উইকেট। সেখান থেকে দলকে দায়িত্বশীল ফিফটিতে টানলেন মুর্শিদা খাতুন। ঝড় তুলে পঞ্চাশ করলেন নিগার সুলতানাও। পরে দুর্দান্ত বোলিংয়ে হ্যাটট্রিক উপহার দিলেন অভিষিক্ত ফারিহা তৃষ্ণা। মালয়েশিয়াকে পঞ্চাশের আগে গুঁড়িয়ে বড় জয় তুলে নিল বাংলাদেশ।
নারী এশিয়া কাপে বৃহস্পতিবার বাংলাদেশের জয় ৮৮ রানে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১২৯ রানের পুঁজি নিয়ে প্রতিপক্ষকে তারা গুটিয়ে দিয়েছে স্রেফ ৪১ রানে।
আসরে প্রথম খেলতে নেমে ৬ চারে ৫৪ বলে ৫৬ রান করেন ইনিংস শুরু করতে নামা মুর্শিদা। চারে নেমে ১ ছক্কা ও ৬ চারে ৩৪ বলে ৫৩ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন নিগার।
মালয়েশিয়ার ইনিংসে ধস নামানোর মূল কৃতিত্ব তৃষ্ণার। নিজের তৃতীয় ওভারে পরপর তিন বলে তিনজনকে ফেরান তিনি।
৪ ওভারে ১২ রান দিয়ে ওই ৩ উইকেটই পান তৃষ্ণা। দ্বিতীয় বোলার হিসেবে মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেকে হ্যাটট্রিক করলেন বাঁহাতি এই পেসার। অভিষেকে প্রথম এই কীর্তি গড়েছিলেন নেপালের অঞ্জলি চাঁদা, ২০১৯ সালে মালদ্বীপের বিপক্ষে।
মালয়েশিয়াকে অল্পতে থামিয়ে দেওয়ার পথে বল হাতে আরও অবদান রাখেন ফাহিমা খাতুন, সানজিদা মেঘলা ও রুমানা আহমেদ। দুটি করে উইকেট নেন তারা। একটি নেন সালমা খাতুন।
টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ প্রথম বলে হারায় শামিমা সুলতানাকে। সেই ধাক্কা দল কিছুটা সামলে ওঠে মুর্শিদা ও ফারজানা হকের জুটিতে। নবম ওভারে স্টাম্পড হয়ে বিদায় নেন অভিজ্ঞ ফারজানাও।
এরপর দলকে এগিয়ে নেন মুর্শিদা ও নিগার। দেখেশুনে খেলতে থাকেন মুর্শিদা, নিজের জোনে পেলেই মারেন কেবল বাউন্ডারি। অন্য প্রান্তে নিগার মনোযোগ দেন দ্রুত রান তোলায়।
১৬তম ওভারে পঞ্চাশে পা রাখেন মুর্শিদা, ৪৭ বলে। পরের ওভারে নুর দানিয়া সুহাদাকে দুটি চার ও এক ছক্কা মারেন নিগার। ওই ওভার থেকে আসে ১৮ রান। দলের রানও স্পর্শ করে একশ।
শেষের আগের ওভারে উইনফ্রেড দুরাইসিঙ্গামের বলে চার মেরে ৩২ বলে ফিফটি করেন নিগার। ওই ওভারের শেষ দুই বলে বিদায় নেন থিতু দুই ব্যাটারই। ক্যাচ আউট হন নিগার, রান আউটে কাটা পড়েন মুর্শিদা। ভাঙে তাদের ৮৭ রানের জুটি।
রান তাড়ায় সাবধানী শুরু করে মালয়েশিয়া। প্রথম ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে তোলে স্রেফ ৯ রান। এরপরই ষষ্ঠ ওভারে তৃষ্ণার জাদুকরী পারফরম্যান্স ।
ওভারের দ্বিতীয় বলে তার ইনসুইঙ্গারে বোল্ড হন মালেয়েশিয়ান অধিনায়ক দুরাইসিঙ্গাম। পরের বলে ম্যাস এলসা শাফল করে খেলার চেষ্টায় হন এলবিডব্লিউ। পরেরটিতে মাহিরাহ ইজ্জাতির ব্যাট-প্যাডের ফাঁক গলে বল ছোবল দেয় স্টাম্পে।
বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিকের আনন্দে ভাসেন তৃষ্ণা। ২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথমটি করেছিলেন লেগ স্পিনার ফাহিমা খাতুন।
১৩ রানে ৩ উইকেট হারানো মালয়েশিয়া আর ঘুরে দাঁড়াতে পারেনি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেন রুমানা, সানজিদা, ফাহিমারা।
মালয়েশিয়ার ইনিংসে একজন ব্যাটারও ছুঁতে পারেননি দুই অঙ্ক, পাঁচজন খুলতেই পারেননি রানের খাতা। তাদের কোনো জুটিতে আসেনি ১৫ রানও।
বাংলাদেশের পরের ম্যাচ টুর্নামেন্টের সফলতম দল ভারতের সঙ্গে, আগামী শনিবার।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১২৯/৫ (শামিমা ০, মুর্শিদা ৫৬, ফারজানা ১০, নিগার ৫৩, রিতু ২*, ফাহিমা ৫*, রুমানা ১*; সাশা ৪-১-১৫-১, এলিসা ৪-০-২০-০, মাহিরাহ ৪-০-১৭-১, আরিয়ান্না ২-০-১৬-০, দুরাইসিঙ্গাম ২-০-১৭-১, দানিয়া ২-০-২৬-০, হামিজাহ ২-০-১৭-০)
মালয়েশিয়া: ১৮.৫ ওভারে ৪১ (দুরাইসিঙ্গাম ৫, হান্টার ৯, এলসা ০, মাহিরাহ ০, হামিজা ৮, নাজওয়া ৫, আরিয়ান্না ৯, সাশা ৪*, হায়াতি ০, এলিসা ০, দানিয়া ০; সালমা ২.৫-০-৪-১, তৃষ্ণা ৪-০-১২-৩, নাহিদা ৩-১-৮-০, ফাহিমা ৩-০-৮-২, রিতু ২-০-৪-০, মেঘলা ২-০-৪-২, রুমানা ২-১-১-২)
ফল: বাংলাদেশ ৮৮ রানে জয়ী
প্লেয়ার অব দা ম্যাচ: নিগার সুলতানা