পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
ফিফটি করে অপরাজিত আছেন শাকিল ও রিজওয়ান, ৪ উইকেটে ১৪৩ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে পাকিস্তান।
Published : 17 Jan 2025, 07:01 PM
চারপাশ ঘন কুয়াশায় আচ্ছন্ন। বৈরি আবহাওয়ায় ভেস্তে গেল প্রথম সেশন। পরে ফ্লাডলাইট জ্বালিয়ে খেলা শুরু হলে দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে নাড়িয়ে দিলেন জেডেন সিলস। ওয়েস্ট ইন্ডিজ পেসারের ছোবল সামলে সাউদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে ঘুরে দাঁড়াল স্বাগতিকরা।
প্রকৃতির বাগড়ায় মুলতানে প্রথম টেস্টের প্রথম দিন খেলা হয়েছে কেবল ৪১.৩ ওভার। ৪৬ রানে ৪ উইকেট হারানো পাকিস্তান রিজওয়ান ও শাকিলের দৃঢ়তায় আর কোনো উইকেট না হারিয়ে শুক্রবার দিন শেষ করেছে ১৪৩ রান নিয়ে।
৪টি চারে ৫৬ রান নিয়ে খেলছেন শাকিল। ৭ চারে ৫১ রান করে অপরাজিত আছেন রিজওয়ান। তাদের অবিচ্ছিন্ন জুটি ৯৭ রানের।
রিজওয়ান-শাকিলের দৃঢ়তার আগে পাকিস্তানকে চেপে ধরেন সিলস। ২১ রানে ৩ উইকেট নিয়ে দিন শেষ করেন তিনি। একটি উইকেট নেন গুডাকেশ মোটি।
দুই দলই তিন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে মাঠে নামে। ম্যাচের প্রথম বলটি করেন বাঁহাতি স্পিনার মোটি। তবে টস জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তান শিবিরে প্রথম আঘাত হানেন সিলসই।
কুয়াশার কারণে দিনের খেলা শুরু হয় চার ঘণ্টা দেরিতে। ষষ্ঠ ওভারে অভিষিক্ত মুহাম্মাদ হুরাইরাকে কট বিহাইন্ড করে দেন এই পেসার। অভিজ্ঞ অলরাউন্ডার ও সাবেক অধিনায়ক শোয়েব মালিকের সৎ ভাইয়ের ছেলে করতে পারেন কেবল ৬ রান।
আরেক ওপেনার ও পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে টিকতে দেননি মোটি। ফ্লিক করে লেগ সাইডে কিপারের গ্লাভসে ধরা পড়েন তিনি। পরের ওভারে কামরান গুলামকে এলবিডব্লিউ করে দেন সিলস।
তিন ওভার পর সবচেয়ে বড় শিকারটি ধরেন সিলস। কট বিহাইন্ড করে বিদায় করেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজমকে। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি বাবর।
এরপর দলের হাল ধরেন শাকিল ও রিজওয়ান। দারুণ ব্যাটিংয়ে রান বাড়াতে থাকেন দুইজন। প্রতিপক্ষকে তেমন কোনো সুযোগই দেননি তারা।
৮৬ বলে ক্যারিয়ারের নবম টেস্ট ফিফটি স্পর্শ করেন শাকিল। কয়েক ওভার পর একাদশ ফিফটিতে পা রাখেন রিজওয়ান, ৭৮ বলে। পরের ওভারের মাঝপথে আলোক স্বল্পতায় দিনের খেলার ইতি টেনে দেন আম্পায়াররা।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: ৪১.৩ ওভারে ১৪৩/৪ (মাসুদ ১১, হুরাইরা ৬, বাবর ৮, কামরান ৫, শাকিল ৫৬*, রিজওয়ান ৫১*; মোটি ১৪-১-৪৫-১, সিলস ১০-১-২১-৩, গ্রিভস ৩-০-১২-০, সিনক্লিয়ার ৭-০-২৬-০, ওয়ারিক্যান ৭-১-৩২-০, ব্র্যাথওয়েট ০.৩-০-২-০)