আইসিসি র্যাঙ্কিং
টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট এই দুই জনের।
Published : 25 Dec 2024, 04:57 PM
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান আরও মজবুত করেছেন জাসপ্রিত বুমরাহ। দারুণ এক কীর্তিও গড়েছেন অভিজ্ঞ এই পেসার। ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি রেটিং পয়েন্টে স্পর্শ করেছেন রাভিচান্দ্রান অশ্বিনের রেকর্ড।
যথারীতি বুধবার পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। ব্রিজবেন টেস্টে আলো ছড়ানোয় তার নামের পাশে ১৪ রেটিং পয়েন্ট যোগ হয়েছে। টেস্ট বোলারদের তালিকায় শীর্ষে থাকা এই বোলারের রেটিং এখন ৯০৪।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে সদ্য অবসরের ঘোষণা দেওয়া অশ্বিন ২০১৬ সালের ডিসেম্বরে ৯০৪ রেটিং পয়েন্ট পেয়েছিলেন। বর্তমানে র্যাঙ্কিংয়ের পাঁচে আছেন তিনি। মেলবোর্নে বৃহস্পতিবার শুরু হতে যাওয়া বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টে দারুণ কিছু করে অভিজ্ঞ স্পিনার অশ্বিনের ওই কীর্তিকে ছাড়িয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে বুমরাহর সামনে।
ড্র হওয়া ব্রিজবেন টেস্টে প্রথম ইনিংসে ৬টি সহ মোট ৯ উইকেট নেন বুমরাহ।
বোলারদের র্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য তেমন কোনো পরিবর্তন আসেনি। তালিকায় দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা (৮৫৬) ও তিনে অস্ট্রেলিয়ার জশ হেইজেলউড (৮৫২)।
অ্যাডিলেইডের পর ব্রিজবেনেও ব্যাট হাতে জ্বলে ওঠেন ট্রাভিস হেড। ১৫২ রানের ইনিংসের সুবাদে টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে এখন তিনি চতুর্থ স্থানে। লম্বা সময় পর সেঞ্চুরির স্বাদ পাওয়া স্টিভেন স্মিথ সেরা দশে ঢুকেছেন। এক সময় শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান এক ধাপ এগিয়ে এখন ঠিক ১০ নম্বরে।
ব্যাটসম্যানদের মধ্যে প্রথম তিন স্থানে আগের মতোই আছেন ইংল্যান্ডের জো রুট ও হ্যারি ব্রুক এবং নিউ জিল্যান্ডের কেন উইলিয়ামসন।
টেস্ট অলরাউন্ডারদের শীর্ষস্থানেও আসেনি পরিবর্তন, চূড়ায় ভারতের রাভিন্দ্রা জাদেজা। ব্রিজবেন টেস্টে চার উইকেট নিয়ে ও ৪২ রান করে তিন ধাপ এগিয়ে এই তালিকায় অষ্টম স্থানে জায়গা করে নিয়েছেন প্যাট কামিন্স।
পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে-আফগানিস্তানের ওয়ানডে সিরিজের পারফরম্যান্সও বিবেচনায় এসেছে এবারের হালনাগাদে। টানা তিন ম্যাচে ফিফটি করে ৮ ধাপ এগিয়ে এখন পঞ্চম স্থানে হাইনরিখ ক্লসেন। তিন ধাপ এগিয়ে ২১ নম্বরে মোহাম্মদ রিজওয়ান।
তিন ম্যাচের সিরিজে দুটি সেঞ্চুরি করা সাইম আইয়ুব দিয়েছেন বড় লাফ। ৫৭ ধাপ এগিয়ে যৌথভাবে কুসাল মেন্ডিসের সঙ্গে ২৩ নম্বরে তিনি।
ব্যাটসম্যানদের মধ্যে যথারীতি সবার ওপরে পাকিস্তানের বাবর আজম। বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে আফগানিস্তানের রাশিদ খান।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ৬ উইকেট নিয়ে ৪৩ ধাপ এগিয়ে এখন ৫৮তম স্থানে আফগানিস্তানের আজমাতউল্লাহ ওমারজাই। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও এগিয়েছেন তিনি। ৫ ধাপ উন্নতি করে আছেন তৃতীয় স্থানে। তালিকায় শীর্ষে তার সতীর্থ মোহাম্মদ নাবি।