বিগ ব্যাশ
অস্ট্রেলিয়ার এই টি-টোয়েন্টি প্রতিযোগিতায় সবশেষ সাত ইনিংসের মধ্যে তিনটি সেঞ্চুরি করলেন স্মিথ।
Published : 11 Jan 2025, 03:59 PM
লাল বলের ক্রিকেটের দারুণ ফর্ম সাদা বলেও বয়ে আনলেন স্টিভেন স্মিথ। চলতি বিগ ব্যাশে প্রথম খেলতে নেমেই তিনি উপহার দিলেন বিধ্বংসী সেঞ্চুরি। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের নাম উঠে গেল রেকর্ড বইয়ে।
সিডনি সিক্সার্সের হয়ে পার্থ স্কর্চার্সের বিপক্ষে ওপেনিংয়ে নেমে শনিবার ৬৪ বলে অপরাজিত ১২১ রানের ইনিংস খেলেন স্মিথ। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তার এই ইনিংস গড়া ৭ ছক্কা ও ১০ চারে।
অস্ট্রেলিয়ার এই টি-টোয়েন্টি প্রতিযোগিতায় স্মিথের তৃতীয় সেঞ্চুরি এটি, যৌথভাবে যা সর্বোচ্চ। স্মিথ স্পর্শ করেছেন বেন ম্যাকডারমটের রেকর্ড। তবে ম্যাকডারমট বিগ ব্যাশে খেলেছেন ৯৬ ইনিংস, স্মিথ স্রেফ ৩২ ইনিংস।
প্রতিযোগিতাটিতে নিজের সবশেষ সাত ইনিংসের মধ্যেই তিনটি সেঞ্চুরি করলেন স্মিথ। এই সাত ইনিংসে ৮৮ গড় ও ১৮০ স্ট্রাইক রেটে তার রান ৫২৮। তিনটি সেঞ্চুরির পাশে ফিফটি দুটি।
২০২২-২৩ আসরে তিনি সেঞ্চুরি করেন টানা দুটি, সেবার পাঁচ ম্যাচে করেন ৩৪৬ রান। ২০২৩-২৪ আসরে দুই ম্যাচ খেলে একটিতে আউট হন শূন্য রানে, আরেকটিতে করেন ৬১।
দেশের মাঠে ভারতের বিপক্ষে কদিন আগে জেতা টেস্ট সিরিজে টানা দুটি সেঞ্চুরি করা স্মিথ পার্থের বিপক্ষে দ্বিতীয় বলে চার মেরে শুরু করেন পথচলা। ৩১ রানে আউট হতে পারতেন তিনি। ফিরতি ক্যাচ নিতে পারেননি বোলার কুপার কোনোলি।
এরপর আর কোনো সুযোগ স্মিথ দেননি। ফিফটি পূর্ণ করেন ৩৬ বলে। ১৯তম ওভারে ৯৯ থেকে এক রান নিয়ে ৫৮ বলে সেঞ্চুরিতে পা রাখেন ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান।
টি-টোয়েন্টি ক্রিকেটে স্মিথের ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি এটি। প্রথম ২৩৬ ম্যাচে তার সেঞ্চুরি ছিল কেবল একটি (২০১৬ সালের আইপিএলে)। পরের ২০ ম্যাচেই করলেন তিনটি।
২০ ওভারে সিডনি করে ৩ উইকেটে ২২০ রান। বিগ ব্যাশে তাদের সর্বোচ্চ দলীয় স্কোর এটি। পার্থকে ২০৬ রানে থামিয়ে ম্যাচ জিতে নেয় তারা ১৪ রানে। অনুমিতভাবে ম্যাচ-সেরার স্বীকৃতি পান স্মিথ।
এবারের আসরে লিগ পর্বে আর কেবল একটি ম্যাচেই তাকে পাবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সিডনি। প্লে অফে তাকে পাবে না দলটি। তার নেতৃত্বে শ্রীলঙ্কা সফরে টেস্ট খেলতে যাবে অস্ট্রেলিয়া।