বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে নান্দ্রে বার্গারকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা।
Published : 04 Oct 2024, 05:44 PM
পিঠে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে গেছেন নান্দ্রে বার্গার। আয়ারল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজের বাকি দুই ওয়ানডের পর, বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্টও খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকান পেসার।
সামাজিক মাধ্যমে শুক্রবার এক বার্তায় বার্গারের মেরুদণ্ডের নিচের অংশে চোটের কথা জানায় ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
অনুশীলনে বার্গার অস্বস্তি অনুভব করায় তার স্ক্যান করানো হয়, এবং চোটের বিষয়টি নিশ্চিত হয়। আপাতত দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন ২৯ বছর বয়সী পেসার।
সংযুক্ত আরব আমিরাতে আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে বার্গারের বদলি নেওয়া হবে কিনা, সেই ব্যাপারে কিছু জানায়নি দক্ষিণ আফ্রিকা। আর বাংলাদেশ সফরে বাঁহাতি পেসারের জায়গায় কাকে নেওয়া হবে, তা পরবর্তীতে জানাবে তারা।
বার্গার ছিটকে যাওয়ার পর বাংলাদেশ সফরের জন্য ঘোষিত দক্ষিণ আফ্রিকা দলের পেস বিভাগে আছেন অভিজ্ঞ কাগিসো রাবাদা, ডেন প্যাটারসন ও পেস অলরাউন্ডার ভিয়ান মুল্ডার।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত সিরিজটি খেলতে ১৬ অক্টোবর বাংলাদেশে আসবে প্রোটিয়ারা। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু ২১ তারিখ।
এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ২৯ অক্টোবর শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।