চরম বিপর্যয়ের মধ্যে ব্যাটিংয়ে নেমে বিধ্বংসী ইনিংস খেলার পর বল হাতেও দারুণ পারফরম্যান্স দেখান এই ইংলিশ ক্রিকেটার।
Published : 28 Aug 2023, 10:27 AM
৩৬ বল শেষে ওভাল ইনভিন্সিবলসের রান ৩৪। বিদায় হয়ে গেছে তাদের প্রথম পাঁচ ব্যাটসম্যান। শিরোপার সুবাসটা হয়তো পেতে শুরু করেছিল ম্যানচেস্টার অরিজিনালস। কিন্তু চরম বিপর্যয়ের মধ্যেই সাত নম্বরে নেমে দুর্দান্ত পাল্টা আক্রমণ করলেন টম কারান। স্মরণীয় এক জুটি উপহার দিলেন তিনি জিমি নিশামকে নিয়ে। এরপর বল হাতেও কারান দারুণ আঁটসাঁট। শুরুর সেই ধাক্কা সামলে শেষ পর্যন্ত শিরোপার স্বাদ পেল ওভাল।
ইংল্যান্ডের ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট দা হান্ড্রেড-এর তৃতীয় আসরের চ্যাম্পিয়ন ওভাল ইনভিন্সিবলস। লর্ডসে রোববার ফাইনালে তারা ১৪ রানে হারায় ম্যানচেস্টার অরিজিনালসকে।
৩৪ রানে ৫ উইকেট হারানো ওভাল শেষ পর্যন্ত ১০০ বলে তোলে ১৬১ রান। ছয়ে নেমে নিশাম অপরাজিত থাকেন ৩৩ বলে ৫৭ রান করে। সাতে নেমে ৫ ছক্কায় ৩৪ বলে অপরাজিত ৬৭ রান করেন টম কারান।
রান তাড়ায় জস বাটলারের ম্যানচেস্টার আটকে যায় ১৪৭ রানে।
ব্যাট হাতে ঝড় তোলা টম কারান বোলিংয়ে ২০ বলে স্রেফ ২৫ রান দিয়ে ফিল সল্টের গুরুত্বপূর্ণ উইকেটটি নেন। ম্যান অব দা ফাইনাল তিনিই।
টুর্নামেন্টজুড়ে সবচেয়ে ধারাবাহিক দল ওভাল ফাইনালে টস হেরে ব্যাটিং নেমে বিপদে পড়ে যায়। ম্যাচের তৃতীয় বলেই হারায় তারা জেসন রয়কে। এরপর পল স্টার্লিং, স্যাম কারান, উইল জ্যাকস ও স্যাম বিলিংস বিদায় নেন দ্রুত।
নিশাম ও টম কারানের প্রতিআক্রমণ শুরু সেখান থেকেই। ম্যানচেস্টারের পাকিস্তানি পেসার জামান খানকে দুটি চার মেরে শুরুটা করেন নিশাম। একটু পর জেমি ওভারটনকে ছক্কায় ওড়ান টম কারান।
ইনিংসের ৫৫ বলের পর থেকে দুজনের ব্যাটই হয়ে ওঠে উত্তাল। চার-ছক্কা আসতে থাকে নিয়মিতই। ২৬ বলে ফিফটি করে ফেলেন কারান, ২৯ বলে নিশাম। টম কারান ইনিংস শেষ করেন শেষ বলে ছক্কায়।
৩৪ রানে ৫ উইকেট হারানো দল আর কোনো উইকেটই হারায়নি। নিশাম ও টম কারানের জুটিতে ৬৫ বলে আসে ১২৭ রান!
রান তাড়ায় ম্যানচেস্টারকে আগ্রাসী সূচনা এনে দেন ফিল সল্ট। ১৬ বলে ২৫ রান করা এই ওপেনারকে থামান সেই টম কারান।
টুর্নামেন্টজুড়ে অসাধারণ ব্যাট করা বাটলার ফাইনালে একদম মিইয়ে থাকেন। ম্যানচেস্টার অধিনায়ক ১৫ বল খেলে করতে পারেন স্রেফ ১১ রান।
ফাইনালে ব্যর্থতার পর ১০ ইনিংসে ১৪৫.৩৫ স্ট্রাইক রেটে ৩৯১ রান নিয়ে টুর্নামেন্ট শেষ করলেন বাটলার। আসরে আড়াইশ রানও করতে পারেননি আর কোনো ব্যাটসম্যান।
তিনে নেমে ম্যাক্স হোল্ডেন চেষ্টা করেন দলকে ম্যাচে ফেরাতে। কিন্তু ইনিংস বড় করতে পারেননি তিনিও (২৫ বলে ৩৭)। এরপর ওয়েন ম্যাডসেন, লরি ইভান্স, পল ওয়াল্টার দ্রুত বিদায় নিলে ম্যানচেস্টার লড়াই থেকে ছিটকে পড়ে।
শেষ দিকে জেমি ওভারটন ১৯ বলে ২৮ ও টম হার্টলি ৮ বলে ১৬ রান করে কিছুটা উত্তেজনা ফেরান বটে। তবে জয়ের বাস্তব সম্ভাবনা সেভাবে জাগাতে পারেননি।
এই নিয়ে হান্ড্রেড-এর তিন আসরে শিরোপা জিতল তিন দল। আগের দুবার চ্যাম্পিয়ন হয়েছিল সাউদার্ন ব্রেভ ও ট্রেন্ট রকেটস। ম্যানচেস্টার ফাইনালে হেরে গেল টানা দুবার।
একই দিন একই মাঠে মেয়েদের দা হান্ড্রেড-এর ফাইনালে নর্দান সুপারচার্জার্সকে ৩৪ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সাউদার্ন ব্রেভ। আগের দুই আসরে ওভাল ইনভিন্সিবলসের কাছে ফাইনালে হারের পর এবার তারা শিরোপার স্বাদ পেল।